Weather Forecast: কোচবিহারে ঝোড়ো বাতাস-সহ বৃষ্টি, কবে স্বস্তি পাবে কলকাতা?

Published : Apr 09, 2025, 08:12 PM ISTUpdated : Apr 09, 2025, 08:33 PM IST
Rain alert

সংক্ষিপ্ত

Weather Update: এবার শীতকালে দক্ষিণবঙ্গে সেভাবে শীতের আমেজ উপভোগ করা যায়নি। আগাম গ্রীষ্ম এসে গিয়েছে। তবে পয়লা বৈশাখের আগে স্বস্তির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

West Bengal Weather Forecast: 'গরমে আর পারা যাচ্ছে না।' 'এসি না চালিয়ে ঘুমনো যাচ্ছে না।' 'দুপুরে বাইরে বেরোলেই শরীর খারাপ লাগছে।' দক্ষিণবঙ্গের বাসিন্দাদের কথোপকথনে এই ধরনের বাক্য শোনা যাচ্ছে। ফেব্রুয়ারি থেকেই তাপমাত্রা (Temperature) বাড়তে শুরু করেছে। এপ্রিলে চড়া রোদ ও আর্দ্রতার ফলে অস্বস্তি বেড়েছে। এই পরিস্থিতিতে বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গের বাসিন্দারা। এরই মধ্যে ভালো খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। রাত পোহালেই কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি নামতে পারে। বৃহস্পতিবার কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার, শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে।

বৃষ্টি হলে কমতে পারে তাপমাত্রা

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে নিম্নচাপ। এখন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য ও বঙ্গোপসাগরে অবস্থান করছে এই নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে নিম্নচাপ। এরপর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হবে নিম্নচাপ। পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে নিম্নচাপ। এর ফলে বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসের সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি হলে তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে যেতে পারে।

উত্তরবঙ্গে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি

দক্ষিণবঙ্গের মানুষ বৃষ্টির জন্য হাপিত্যেশ করে থাকলেও, উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার রাতে কোচবিহার-সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একইসঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের