
কলকাতা: কসবায় চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনার প্রতিবাদে ছড়াচ্ছে ক্ষোভের আগুন। এই উত্তেজক পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। বুধবার সকাল থেকে উত্তপ্ত রাজ্যের বেশ কিছু এলাকা। রণক্ষেত্রের চেহারা নেয় কসবা ডিআই অফিস চত্বর। কসবায় চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ। নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জ নিয়ে উঠছে প্রশ্ন। ক্ষোভে ফুঁসছেন চাকরিহারা শিক্ষকরা। এই পরিস্থিতিতে নবান্নে কলকাতা পুলিশ কমিশনারকে সঙ্গে নিয়ে ঘটনায় সাফাই দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সরকারি সম্পত্তি যদি ভাঙচুর হয়, পুলিশকে মারধর করা হয়, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশকে তো পদক্ষেপ করতেই হবে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে সাফ দাবি রাজ্যের মুখ্যসচিবের
মুখ্যসচিব আরও বলেন, ''মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই আশ্বাস দিয়েছেন চাকরিহারাদের পাশে মানবিক ভাবে তিনি আছেন। তারপরও কিছু কিছু জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে যা মোটেও কাম্য নয়।'' অন্যদিকে, ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই নিজেদের অবস্থান স্পষ্ট করলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা। পুলিশের কাছে আগে থেকে খবর ছিল না। বিনা উস্কানিতেই পুলিশের উপর হামলা হয়েছে। চারজন পুরুষ পুলিশকর্মী এবং দুইজন মহিলা পুলিশকর্মী আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বলেও জানান কলকাতার নগরপাল। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই নিজেদের অবস্থান স্পষ্ট করলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা।
এদিকে কসবায় চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি বিধায়কদের আন্দোলনে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপি বিধায়কদের 'লালবাজার অভিযান' ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি (BJP Protest)। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পালরা। তাঁরা সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলে দাবি করেন যে, চাকরিহারা মানুষদের প্রতি পুলিশি আচরণ অমানবিক এবং তাদের সমস্যায় রাষ্ট্রের উদাসীনতা স্পষ্ট।
প্রসঙ্গত, কসবায় ডিআই অফিসের সামনে তুমুল বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষকরা। তারা জোর করে ডিআই অফিস চত্বরে প্রবেশ করেন বলে খবর। এরপরই পুলিশ মারমুখী হয়ে যায়। তুমুল লাঠিচার্জ করে পুলিশ। দাবি চাকরিহারা শিক্ষকদের। তাঁদের দাবি আপনাদের সন্তানদেরই তো পড়াই। আমাদের লাথি মারছেন! লাঠিচার্জের পরেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। তাঁরা লালবাজারের সামনে তুমুল বিক্ষোভ (BJP Protest) দেখাতে শুরু করেন। তাদের দাবি, পুলিশ নির্মমভাবে চাকরিহারা শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে। এদিকে চাকরিহারা শিক্ষকদের লাঠিচার্জের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা বাংলায়। মুখ্যমন্ত্রীর আশ্বাসেও ভরসা পাচ্ছে না চাকরিহারারা। কী আছে তাঁদের ভাগ্যে? উত্তর দেবে সময়ের কাঁটা। এখন দেখার পরিস্থিতি কোন দিকে এগোয়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।