অনশনের ৩৫০ ঘন্টা পার, অনশনের মধ্যেই আজ বৈঠকের ডাক, জেনে নিন কেমন আছেন অনশনকারীরা

জুনিয়র ডাক্তারদের অনশন আজ ১৭ তম দিনে। শরীরের অবস্থা ক্রমশ খারাপ হলেও, ন্যায় বিচারের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন তারা। আজ বিকেলে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পরিকল্পনা রয়েছে।
Sayanita Chakraborty | Published : Oct 21, 2024 6:48 AM IST
110

এখনও চলছে প্রতিবাদ। শুধুমাত্র ন্যায় বিচার পাওয়ার দাবিতে চলছে অনশন। আজ অনশনের ১৭ তম দিন। টানা ১৬ দিন ধরে ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে অনশন করে চলেছেন জুনিয়র ডাক্তাররা।

210

অনশন করছেন অর্ণব মুখোপাধ্যায়, স্নিগ্ধা হাজরা, সায়ন্তনী ঘোষ হাজরা অনশন করছেন। শুধু জল খেয়ে কাটাচ্ছেন তাঁরা। এই কারণে ক্রমশ তাঁদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে। সেই সঙ্গে দেখা দিচ্ছে নানান জটিলতা।

310

উত্তরবঙ্গেও চলছে অনশন। সেখানে অনশন করছেন সন্দীপ মণ্ডল। অনশন করতে গিয়ে কলকাতা ও উত্তরবঙ্গের অনেক অনশনকারীই হাসপাতালে ভর্তি হয়েছেন। কারও চিকিৎসা চলছে তো কেউ ছাড়া পেয়েছেন।

410

যারা চিকিৎসাধীন তাদের প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের শরীর এখনও মারাত্মক দুর্বল। টানা বিশ্রামের দরকার। আর যারা অনশন করে যাচ্ছেন, তাদের অবস্থা ধীরে ধীরে অবনতি হচ্ছে। শরীরের ওপর বিরাট চাপ পড়ছে কিন্তু অল্প বয়স বলে সহ্য করতে পারছেন।

510

এক সিনিয়র ডাক্তার এই প্রসঙ্গে বলেন, অনশনের ফলে লিভার, কিডনি তো বটেই হার্ট এবং ব্রেনে চাপ পড়ছে।

610

এদিকে আজ বিকেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে হবে বৈঠক। নবান্ন বৈঠকে কি উদ্বেগের অবসান হবে, এই প্রশ্ন সকলের মনে। আজ অনশন তুলে বৈঠকে যোগ দেওয়ার কথা বলা হয়েছিল।

710

কিন্তু, জুনিয়র ডাক্তাররা জানান অনশন তুলবেন না তারা। আজ বৈঠকে যাওয়ার জন্য একাধিক শর্ত দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের।

810

যেমন বলা হয় অনশন তোলার কথা, তেমনই বলা হয়েছে বৈঠকে ১০ জনের বেশি আসা যাবে না। আজ বিকেল ৫ টায় হবে বৈঠক।

910

আজ মুখ্যমন্ত্রী সঙ্গে আরও একবার মুখোমুখি বসবেন জুনিয়র ডাক্তাররা। দশ দফা দাবি নিয়ে হবে আলোচনা। দাবি পূরণ হলে অনশন তোলা হবে বলে জানান জুনিয়র ডাক্তাররা।

1010

সে যাই হোক, সকলেই তাকিয়ে আজকের বৈঠকের দিকে। আজ বৈঠকে কী আলোচনা হয় সে বিষয় নজর রাখছেন সকলে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos