Operation Sindoor: 'পুরো পাকিস্তানকে শেষ করে দেওয়া হোক', 'অপারেশন সিঁদুরে' মোদীকে ধন্যবাদ বিতান-সমীরের স্ত্রীর

Published : May 07, 2025, 12:17 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

India Pakistan Tension: 'অপারেশন সিঁদুর'। পাকিস্তানের ঘরে ঢুকে পাকিস্তানকে মারল একযোগে ভারতের তিনবাহিনী। ভারতের মিসাইল হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে।   

India Pakistan Tension: 'অপারেশন সিঁদুর'। পাকিস্তানের ঘরে ঢুকে পাকিস্তানকে মারল একযোগে ভারতের তিনবাহিনী। ভারতের মিসাইল হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক পাক জঙ্গি ঘাঁটি। ১৫ দিনের মাথায় পহেলগাঁও হত্যাকাণ্ডের বদলা নিলো ভারত (Indian Army)। মঙ্গল-বুধবার গভীর রাতে অপারেশন সিঁদুর অভিযানের পরই এদিন সকালে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত বাংলার তিন পর্যটকের স্ত্রী।

বুধবার ভারতের অপারেশন সিঁদুর অভিযান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ধন্যবাদ জানান নিহত বিতান অধিকারীর স্ত্রী ও সমীর গুহের স্ত্রী। এদিন সংবাদ মাধ্যমের সামনে রীতিমত কান্নায় ভেঙে পড়েন নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারী। তিনি বলেন, ''অপারেশন সিঁদুরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক ধন্যবাদ। আর কোনও মহিলার সিঁথির সিঁদুর যেন এভাবে মুছে না যায়। বাচ্চার চোখের সামনে বাবাকে খুন হতে দেখতে না হয়। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে। কারও সন্তানের সামনে বাবাকে যেন কেড়ে নিতে না দেখতে হয়।''

একই কথা বলেছেন বেহালার বাসিন্দা সমীর গুহর স্ত্রী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''আমার স্বামীকে চোখের সামনে মেরে দিল জঙ্গিরা। আমরা তো বেড়াতে গিয়েছিলাম। তবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। শুধু পাক অধিকৃত কাশ্মীরে হামলা করলে চলবে না। পুরো পাকিস্তানকে শিক্ষা দিতে হবে।'' একই মন্তব্য করেছেন, পুরুলিয়ার মনীশরঞ্জন মিশ্রর পরিবার। বলেন, ''এটাতো শুরু হল। আমরা চাই পুরোপুরি জঙ্গিদের নিধন ও এদের যারা সমর্থন করে, আশ্রয় দেয় তাদেরও শেষ করে দেওয়া হোক। ভারতেও প্রচুর পাকিস্তানি ভক্ত আছে, তাদেরও জঙ্গিদের তালিকাভুক্ত করে একই ভাবে শাস্তি দেওয়া হোক।''

 

 

অন্যদিকে, ''ভারতীয় সেনা আমার ভাই এবং নিরীহ পর্যটকদের প্রাণের বদলা নিয়েছে''। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ভারতের সেনাবাহিনীর ওপর গর্ববোধ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি কাশ্মীরের সেনা-জঙ্গি সংঘর্ষে শহীদ হওয়া ঝন্টু আলী শেখের দাদা।

উল্লেখ্য, মারের বদলা পাল্টা মার। গত ২২ এপ্রিলের পর থেকে এটাই চেয়েছিল দেশবাসী। জম্মু কাশ্মীরের পহলেগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল আসমুদ্র হিমাচল। মঙ্গল-বুধবার গভীর রাতে সেই বদলা নিয়ে দেখাল ভারত। একযোগে তিন বাহিনী মিসাইল হামলা চালালো পাক জঙ্গিঘাঁটিতে। গুঁড়িয়ে দেওয়া হল সন্ত্রাসবাদের কালো হাত।

পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ায় দেশজুড়ে যখন উৎসবের আমেজ ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় আরও একটি চাঞ্চল্যকর পোস্ট ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরভানের। নিজের এক্স হ্যান্ডেলে ''অপারেশন সিঁদুর'' নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, ''অভি পিকচার বাকি হ্যায়..." (ছবি এখনও বাকি আছে)"।

উল্লেখ্য, বুধবার ভোরে, ভারত পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীর (POK) -এ জঙ্গি ঘাঁটিগুলিকে টার্গেট করে একটি সামরিক অভিযান শুরু করে। অপারেশন সিঁদুর নামের এই অভিযানে বিমান, নৌ এবং স্থল বাহিনীর একযোগে হামলা চালায়। ২০১৯ সালে বালাকোট অভিযানের পর এটি ভারতের সবচেয়ে বড় আন্তঃসীমান্ত নির্ভুল হামলা। এই অভিযানটি ছিল ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রত্যুত্তর, যেখানে একজন ভারতীয় নৌবাহিনীর আধিকারিক এবং একজন নেপালি নাগরিক সহ ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। হামলাকারীরা পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈয়বা (এলইটি) এর সাথে যুক্ত ছিল, একটি জঙ্গি গোষ্ঠী যা পাকিস্তান সরকারের কাছ থেকে লজিস্টিক এবং আর্থিক সহায়তা পাওয়ার জন্য অভিযুক্ত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের