বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কি আদৌ চালানো হবে? বড় কথা বলে দিলেন অমিত শাহ

Published : Dec 31, 2025, 06:09 PM IST

বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার থাকবে তো? রাজ্যের প্রকল্প নিয়ে বড় কথা বলে দিলেন অমিত শাহ। রাজ্যে সরকার বদল হলে চলতি প্রকল্পগুলির ভবিষ্যৎ কী হবে? এই প্রশ্ন ঘিরে তরজা চলছে। সেই আবহেই কলকাতায় এসে স্পষ্ট বার্তা দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

PREV
111

রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। এবার এই প্রকল্পের ভবিষ্যত নিয়ে বড় কথা বলে দিলেন অমিত শাহ (Amit Shah)। রাজ্যে সরকার বদল হলে চলতি প্রকল্পগুলির ভবিষ্যৎ কী হবে? এই প্রশ্ন ঘিরে দীর্ঘদিন ধরে রাজনৈতিক তরজা চলছে। সেই আবহেই কলকাতায় এসে স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

211

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে বাংলায়। চালু করেছে বিভিন্ন প্রকল্প। যার দ্বারা মাসে মাসে মিলছে মোটা টাকা। আবার অনেক প্রকল্পে টাকা ঢোকে এক সঙ্গে।

311

এই রাজ্যে চালু থাকা ভাতার মধ্যে আছে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রীর মতো প্রকল্প চালু আছে এই রাজ্যে। এই সকল ভাতার মধ্যে বেশি খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার। এই ভাতা রাজ্যের সকল মহিলাদের জন্য। বর্তমানে সাধারণ জাতির মহিলারা পান ১০০০ টাকা, তপশিলি জাতির মহিলারা পান ১২০০ টাকা করে।

411

দীর্ঘদিন দিন ধরে শোনা যাচ্ছে বাড়বে এই ভাতা। মাঝে শোনা গিয়েছিল সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা, তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা করে পাবেন।

511

এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে রাজ্যে বর্তমানে চালু প্রকল্পগুলির ভবিষ্যত কী হবে, এগুলি কি বন্ধ করে দেওয়া হবে? এই বিষয়ে স্পষ্ট কথা জানালেন অমিত শাহ।

611

অমিত শাহ বলেন বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে এখন যে সমস্ত প্রকল্প চলছে, তার একটিও বন্ধ হবে না। একদিনের কলকাতা সফরে সাংবাদিক বৈঠকে অমিত শাহ (Amit Shah) বলেন, বিজেপির সরকার গঠিত হলেও বর্তমান রাজ্য সরকার চালু করা কোনও প্রকল্প বন্ধ করা হবে না।

711

তিনি জানান, “ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হওয়ার পরেও এখনকার সরকার যে সমস্ত প্রকল্প চালাচ্ছে, তার মধ্যে একটা স্কিমও বন্ধ হবে না।” পাশাপাশি তিনি জানান, বিজেপির নির্বাচনী ইস্তেহারে যে নতুন প্রকল্পগুলির কথা বলা হবে, সেগুলিও বাস্তবায়িত হবে। অমিত শাহের দাবি, গোটা দেশ জুড়েই বিজেপির এই ধরনের কাজের স্পষ্ট ট্র্যাক রেকর্ড রয়েছে।

811

সাংবাদিক বৈঠক থেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কড়া অভিযোগ তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী (Amit Shah)। তিনি দাবি করে বলেন, বিজেপি ক্ষমতায় এলে প্রকল্প বন্ধ হয়ে যাবে, এই ভয় দেখিয়ে রাজ্যে অপ্রচার চালাচ্ছে তৃণমূল। তবে সেই প্রচারকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।

911

পাল্টা আক্রমণে তৃণমূল

অমিত শাহের (Amit Shah) এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে শুরু হয় উত্তেজনা। অমিত শাহের মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা সুর চড়ায় তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “বাংলায় কেন্দ্রীয় সব প্রকল্পের টাকা কেন বন্ধ করে রাখা হয়েছে? এই টাকা তো বিজেপির নয়, এটা সাধারণ মানুষের, করদাতাদের টাকা।”

1011

জয়প্রকাশ মজুমদার আরও অভিযোগ তুলে বলেন, GST-র মাধ্যমে রাজ্য থেকে টাকা নিয়ে যাওয়া হলেও কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ আটকে রাখা হচ্ছে। তিনি বলেন, “হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অর্ডার দিলেও পশ্চিমবঙ্গকে খেতে দেব না, এই মানসিকতা নিয়ে বিজেপি ভোট চাইছে। গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে।”

1111

সব মিলিয়ে এখন রাজ্যের প্রকল্প নিয়ে মুখোমুখি দাবিতে দাঁড়িয়ে রাজ্যের দুই রাজনৈতিক দল। একদিকে অমিত শাহ (Amit Shah) বলছেন বিজেপি ক্ষমতায় এলেও রাজ্যে চলা কোনও প্রকল্প বন্ধ হবে না, অন্যদিকে তৃণমূলের অভিযোগ কেন্দ্র সরকার রাজ্যের মানুষের টাকা আটকে রেখে রাজ্যের মানুষের সাথে বঞ্চনা করছে। এই মুখোমুখি দ্বন্দ্বে আগামী দিনের রাজ্যের প্রকল্প গুলির ভবিষ্যৎ কোন দিকে পৌঁছয় এখন সেটাই দেখার।।

Read more Photos on
click me!

Recommended Stories