আরজি কর কাণ্ডে এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিগ্রাফ টেস্ট হবে? মারাত্মক তথ্য সামনে এল

Published : Aug 28, 2024, 02:56 PM IST

গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছে এক চিকিৎসকের রক্তাক্ত দেহ। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। আরজি কর কাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কয়েকজনের পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই। এবার কি সেই তালিকায় থাকবেন খোদ মমতা!

PREV
19

আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার (RG Kar Incident) পর থেকেই নজরে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছে এক চিকিৎসকের রক্তাক্ত দেহ।

29

এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। আরজি কর কাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কয়েকজনের পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই। সত্য উদ্ঘাটনে যা বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

39

এবার কি সেই তালিকায় থাকবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়! বিজেপি-সহ বিরোধীরা প্রথম থেকেই অভিযোগ করে আসছে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা ধামাচাপা দিতে চাইছে মমতা সরকার।

49

এবার আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিগ্রাফ টেস্ট করানোর দাবি তুলল বিজেপি। পাশাপাশি নগরপাল বিনীত গোয়েলকেও এই পরীক্ষার আওতায় আনার দাবি উঠল।

59

বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া আজ দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি তোলেন। পাশাপাশি ছাত্র সমাজের উপর দমন-পীড়নেরও তীব্র নিন্দা করেছেন তিনি।

69

গৌরব ভাটিয়া বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারীর মতো আচরণ করছেন। তিনি জঘন্য অপরাধীদের আড়াল করছেন, আর অত্যাচার করছেন ছাত্র-যুব, চিকিৎসকদের উপর।

79

তিনি আরও বলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জঘন্য অপরাধের তদন্ত করছে সিবিআই। আমরা চাই, সত্য উদ্ঘাটিত হোক।

89

এরপরই ভাটিয়া বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অবিলম্বে পদত্যাগ করা উচিত। নাহলে তদন্ত সঠিক ও নিরপেক্ষভাবে এগোতে পারবে না।

99

ভাটিয়ার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় ও বিনীত গোয়েলের পলিগ্রাফ টেস্ট সিবিআই করলেই সত্যটা সামনে আসবে। গৌরব ভাটিয়া আরও বলেন, বাংলায় যা চলছে তা উদ্বেগজনক।

click me!

Recommended Stories