দিনের বড় খবর! ১৭ই এপ্রিল জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায়? সিবিআইয়ের বিশেষ আদালতে শুনানি

Published : Apr 11, 2025, 07:16 PM IST
ED fifth additional chargesheet in job scam case  Partha Chatterjees technique to turn black money into white says source

সংক্ষিপ্ত

জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিন সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল সিবিআইয়ের বিশেষ আদালতে। তবে এদিন সেই শুনানি হল না।

২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এরপর থেকে জেলের চার দেওয়ালের মধ্যেই জীবন কাটছে তাঁর। একাধিকবার জামিনের আবেদন করলেও সুরাহা হয়নি। এবার সেই নিয়ে সামনে এল নয়া আপডেট।

তাকেই নিয়োগ দুর্নীতির ‘কিনপিং’ আখ্যা দিয়েছিল তদন্তকারী সংস্থা। আপাতত জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিন সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল সিবিআইয়ের বিশেষ আদালতে। তবে এদিন সেই শুনানি হল না। আগামী ১৭ এপ্রিল ওই মামলার শুনানি হবে সিবিআইয়ের বিশেষ আদালতে। সেদিনই প্রাক্তন তৃণমূল মহাসচিবের জামিনের আর্জি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আদালত। চলতি মাসেই জামিন পাবেন পার্থ?

এমন একটি সময় পার্থর জামিনের সম্ভাবনা তৈরি হয়েছে যখন নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল গোটা রাজ্য। সম্প্রতি নিয়োগ দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যার জেরে প্রায় ২৬ হাজার চাকরিহারা। হকের চাকরি ফেরানোর দাবিতে আন্দোলনে নেমেছে যোগ্যরা।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলা থেকে ইতিমধ্যে জামিন পেয়েছেন পার্থ। তবে সিবিআইয়ের মামলায় এখনও জামিন অধরা। ওই মামলায় জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। নিয়োগ দুর্নীতিতে মামলায় ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য সহ নিয়োগ দুর্নীতি মামলায় একে একে সকলেই জামিন পেয়েছেন। তবে পার্থর বিপদ বাড়িয়ে নিয়োগ মামলায় রাজসাক্ষী হয়েছেন তারই জামাই কল্যাণময় ভট্টাচার্য। রেকর্ড করা হয়েছে তার বয়ান। এই পরিস্থিতিতে পার্থ জামিন পান কিনা, তা নিয়ে কৌতূহল সব মহলে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের