বকেয়া DA কি আদৌ পাবেন বাংলার সরকারি কর্মীরা?আজ ডিএ সহ বাংলার ৩টি মামলা সুপ্রিমকোর্টে

Published : Jan 07, 2025, 10:25 AM IST

আজই হয়ে যাবে ভাগ্য নির্ধারণ! আদৌ কোনওদিন কি বকেয়া মহার্ঘভাতা পাবেন বাংলার সরকারি কর্মীরা! সে প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা। কারণ রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে আজ।

PREV
111

একই দিনে পরপর রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে আজ। তাই বলা যায় আজকের দিনটি পশ্চিমবঙ্গের জন্য সুপ্রিম কোর্টে ‘মেগা ডে’ হতে চলেছে।

211

যেই তিনটি গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে সেগুলি হল স্কুল সার্ভিস কমিশন বা SSC নিয়োগ দুর্নীতি মামলা, OBC শংসাপত্র বাতিল মামলা এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) বা DA সংক্রান্ত মামলা।

311

এককথায় এই তিনটি মামলাও কিন্তু আজ রাজনৈতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ।

411

কারণ বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। শুনানির ওপর নির্ভর করতে চলেছে শাসকদলের সিংহাসন দখলের সম্ভাবনা।

511

গত বছর ২২ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল।

611

যার ফলে মামলা ওঠে সুপ্রিম কোর্টে। কমিশনের তরফে দাবি করা হয়েছে যে এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলাটির শুনানি প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে হতে পারে।

711

আজ সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানি হওয়ার কথা আছে।

811

২০১৬ সাল থেকে চলে আসছে এই মামলা। হাইকোর্টে সরকারী কর্মীদের এই মামলার জয় পেলেও ২০২২ সালের মে’তে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া DA মিটিয়ে দিতে হবে।

911

কিন্তু সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। ২০২২ সালে ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথম বার ওঠে DA মামলা।

1011

গত বছর অর্থাৎ ২০২৪ সালের নভেম্বরের ৩ তারিখ সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের DA নিয়ে আরও বিস্তারিত শুনানি প্রয়োজন।

1111

কিন্তু এর পরে সময়ের অভাবে মামলাটির আর শুনানি হয়ে ওঠেনি। বারংবার পিছিয়েছে মামলা। এবার দেখার পালা শীর্ষ আদালতে আজ মামলার শুনানি কোন পক্ষে দল ভারী করে।

click me!

Recommended Stories