শীত পড়তে দেরি, তবে কি এপ্রিল পর্যন্ত থাকবে কনকনে ঠান্ডা? আবহাওয়ার ভয়ঙ্কর বদল!

Published : Nov 21, 2025, 09:57 AM IST

এই বছর এপ্রিলেও যাবে না শীত! কতটা ভয়ঙ্কর হতে পারে আবহাওয়ার বদল? সামনে এল বিরাট আপডেট

PREV
18

নভেম্বরের প্রায় শেষ। তবে এখনও মাঝেমধ্যে ঘরে ফ্যান চালাতে হচ্ছে কলকাতায়। কখনও ভীষণ ঠান্ডা লাগছে, আবার কখনও ঘামে ভিজে যাচ্ছে জামা-কাপড়। ভয়ঙ্কর বদল হয়েছে আবহাওয়ার। 

28

যেখানে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে মোটামুটি শীত পড়ে যাওয়ার কথা, সেখানে এখনও পর্যন্ত গরম জামা বের হয়নি শহর জুড়ে কারও। তবে কি আরও বড় বদল হবে আবহাওয়ার?

38

তবে এখনও পর্যন্ত শীত না পড়লেও এই বছর ভয়ঙ্কর শীত পড়তে পারে দেশ জুড়ে। বহু রাজ্যেই বইতে পারে তুষার ঝড়। এমনই মনে করেছেন আবহাওয়াবীদরা। 

48

‘লা নিনা’ র প্রভাবেই নাকি দেশের বিভিন্ন অঞ্চলে পড়বে জাঁকিয়ে শীত। কলকাতাতেও এই বছর কনকনে শীত পড়ার পূর্বাভাস রয়েছে, বলই জানা গিয়েেছে। 

58

‘লা নিনা’র প্রভাব এল নিনোর থেকে উলটো এর প্রভাবে পূর্ব প্রশান্ত মহাসাগরের উষ্ণতা ভয়ঙ্কর হারে কমতে থাকে। যার ফলে তুষারপাত বেড়ে যায়। শীত পড়ে প্রচণ্ড।

68

যদিও এই এলনিনো বা লা নিনার ঘটনা ভরত থেকে বহু দূরে ঘটলেও এর প্রভাব পড়ে ভারতেও। তাই লা নিনার প্রভাবে বিরাট বদল আসতে পারে আবহাওয়ার 

78

তবে কি শীত দেরিতে পড়ছে বলে যাবেও দেরিতে? আরও  বেশ কয়েকমাশ বেশি থাকবে শীত? এল নিনোর প্রভাবে কি সত্যিই বদলে যেতে চলেছে আবহাওয়ার ছক?

88

অন্য বছরের তুলনায় এই বছর বেশি শীত পড়তে পারে বলে জানা গিয়েছে। সাধারণত জানুয়ারির শেষের দিকে ধীরে ধীরে শীত কমতেে থাকে। তবে লা নিনার প্রভাবে শীতের স্থায়ীত্ব বেড়ে যেতেও পারে। তবে এখনও এই বিষয়ে কোনও সিলমোহর দেননি আবহাওয়াবীদরা।

Read more Photos on
click me!

Recommended Stories