'অস্ত্র মজুত' ইস্যুতে তুঙ্গে বন্দ্যোপাধ্যায় বনাম বোসের তরজা, থানায় পাল্টা নালিশ কল্যাণের

Published : Nov 20, 2025, 10:25 AM IST

Kalyan On CV Anand Bose: রাজ্য বনাম রাজভবন সঙ্ঘাত। তৃণমূল সাংসদের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিবাদ চরমে। রাজভবনে অস্ত্র মজুত ইস্যুতে এবার পাল্টা বোসের বিরুদ্ধে থানায় নালিশ ঠুকলেন তৃণমূলের কল্যাণ। জানুন বিশদে…

PREV
15
রাজ্যপালের বিরুদ্ধে থানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়

কিছুতেই থামছে না সাংসদ বনাম রাজ্যপাল তরজা। এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোসের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ জানিয়ে হেয়ার স্ট্রিট থানায় লিখিত তথ্য জমা দিলেন। অভিযোগ জানিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে দাবি, ১৫ নভেম্বর রাজভবন থেকে আয়োজিত এক প্রেস কনফারেন্সে রাজ্যপাল এমন মন্তব্য করেন যা বিদ্রোহ উসকে দিতে পারে। বিচ্ছিন্নতাবাদী মনোভাবকে প্রশ্রয় দিতে পারে। এবং পশ্চিমবঙ্গ সরকারের ও রাজ্যের ভাবমূর্তিকে আঘাত করতে পারে। কল্যাণের আরও অভিযোগ, যা দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতার পরিপন্থী । আর এই বিষয়ে এবার রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা নালিশ ঠুকলেন তিনি। 

25
রাজ্যপালের বিরুদ্ধে কী অভিযোগ?

ওই অভিযোগপত্রে বলা হয়েছে, ১৭ নভেম্বর এক টিভি সাক্ষাৎকারে রাজ্যপাল “মানব রক্তে রাজনৈতিক হোলি” বাক্যবন্ধ ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারেন এমন উসকানিমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ । উদ্ধৃত বক্তব্য ও প্রাসঙ্গিকতা অভিযোগপত্রে উদ্ধৃত হিসাবে রাজ্যপাল বলেন, “নির্বাচনের আগে শুধু হিংসা নয়, দুর্নীতিও সরাতে হবে... বাংলায় ভোট হওয়া উচিত ব্যালটে, বুলেটে নয়,”—যা অভিযোগকারী পক্ষের মতে রাজ্যের নির্বাচন প্রক্রিয়ায় অবৈধ হস্তক্ষেপের ইঙ্গিত বহন করে বলে অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 

35
রাজ্যপালের মন্তব্যে বিতর্ক

একই সঙ্গে “মানব রক্তে রাজনৈতিক হোলি” মন্তব্যকে হোলি/দোল উৎসব এবং হিন্দু ধর্মাচরণের অবমাননা বলে চিহ্নিত করা হয়েছে, যা অশান্তি উস্কে দিতে পারে বলে অভিযোগ পত্রে উল্লেখ আছে বলে জানা গিয়েছে ।আগের মন্তব্য নিয়েও অভিযোগে গত ৮ অক্টোবর রাজ্যপালের এক বিবৃতির প্রসঙ্গ টেনে বলা হয়েছে, তিনি রাজ্য পুলিশের একটি অংশকে দুর্নীতিগ্রস্ত, রাজনীতিকৃত ও অপরাধপ্রবণ বলেছেন।যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ভিত্তিহীন অপবাদ এবং রাজনৈতিক অভিসন্ধির ইঙ্গিত বহন করে বলে দাবি করা হয়েছে ।

45
কল্যাণের পাল্টা দাবি কী?

এছাড়াও গত বছর ২ জুলাই  এক মন্তব্যে “বাংলায় প্রায় প্রতিদিন হত্যা” ইত্যাদি বক্তব্য প্রচার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগও তোলা হয়েছে �।আইনি ধারা ও করণীয়ের দাবিচিঠিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ধারা ১৭৩(১) অনুযায়ী তথ্য গৃহীত হওয়ার অনুরোধ জানানো হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৬১, ১৫২, ১৯২, ১৯৬ ও ৩৫৩-এর আওতায় অপরাধের বিষয় উল্লেখ করা হয়েছে বলে দাবি করা হয় । আর এই সমস্ত কিছু জানিয়ে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চুঁচুড়ার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

55
থানায় নালিশ কল্যাণের

অভিযোগকারী পক্ষ থেকে রাজ্যপালের সঙ্গে “রাজনৈতিক নেতাদের ছদ্মবেশে থাকা অপরাধীদের” সম্ভাব্য যোগাযোগ খতিয়ে দেখার অনুরোধ করেছেন। সংযুক্ত লিংক ও প্রমাণের দাবিঅভিযোগ পত্রে ১৫ ও ১৭ নভেম্বর ২০২৫ এবং ৮ অক্টোবর ২০২৫-এ করা মন্তব্যের ইউটিউব লিংক সংযুক্ত করে সেই ভিডিওগুলিকে প্রাথমিক প্রমাণ হিসেবে উপস্থাপিত করা হয়েছে বলে উল্লেখ রয়েছে । একই সঙ্গে বিষয়টি আইন অনুযায়ী গ্রহণ করে নথিভুক্ত তথ্যের কপি দ্রুত সরবরাহের অনুরোধ করা হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে ।

Read more Photos on
click me!

Recommended Stories