মঞ্চে গান করতে গিয়ে রুক্মিণী থমকালেও কুণাল গেয়ে সামলে দিলেন! ভিডিও দেখে কুণালকে 'ট্রোল'

Published : Feb 24, 2025, 06:31 PM IST
Kunal Ghosh Dev

সংক্ষিপ্ত

গানটা রুক্মিণী শুরুটা করার পরই মাইক নিয়ে কুণাল গান গেয়ে তাঁকে ছাপিয়ে যান । রুক্মিণী হাত নেড়ে নেড়ে গান গাওয়ার চেষ্টা করলেও কুণালের গানের কাছে যেন এদিন ম্লান হয়ে গেলেন অভিনেত্রী। শেষের দিকে অবশ্য রুক্মিণী ফের গানটি ধরে নেন।  

মঞ্চে এবার কাঁপিয়ে দিলেন কুণাল ঘোষ। রুক্মিণী থমকে যেতেই সামলে নিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র । সেই মুহূর্তে কুণালের গলায় গান শুনে অভিভূত দর্শকরা। দিলেন হাতাতালিও। দুজনে মিলে গাইলেন, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ইতিমধ্যেই সোস্যাল মিডিয়ায় সেই ভিডিও দেখে কুণালকে ট্রোল করতে ছাড়লেন না কিছু মানুষ । তবে অনেকেই কুণালের গায়কীর প্রশংসাও করেন।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কিন্তু গানটা মন্দ গান না, এটা কিন্তু অনেকেই মানেন। নানা সময়ে তাঁর মন্তব্য ঘিরে বির্তকের জন্ম নিয়েছে কিন্তু তিনি থাকেন নিজের মেজাজে।গত মাসেই এক অনুষ্ঠানে নচিকেতা চক্রবর্তীর সঙ্গে ডুয়েট গেয়ে কুণাল নজর কেড়েছিল তার বহু সমালোচকের। এবার ‘বিনোদিনী’ রুক্মিণী মৈত্রর জন্য গাইলেন কুণাল। একটা সময় দেবকে 'তুমি চৈতন্যদেব সাজছো' বলে সোশ্যাল মিডিয়ায় লেখেন তৃণমূল মুখপাত্র। শুরু হয় বিতর্ক। এবার রুক্মিণীর সঙ্গে ডুয়েটে 'ভজ গৌরাঙ্গ' গেয়ে মঞ্চ মাতিয়ে কুণাল ঘোষ বোঝালেন তাঁরা প্রতিভা কম নয়।

২৪ ফেব্রুয়ারি সোমবার পরেশ পালের সুভাষ মেলার সমাপ্তি অনুষ্ঠান নিয়ে এমনিতেই ছিল চমক। সেখানেই রুক্মিণীর সঙ্গে কুণাল ঘোষ মঞ্চে উঠে গাইলেন ‘ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে…’ এই জনপ্রিয় গান। গানটা রুক্মিণী শুরুটা করার পরই মাইক নিয়ে কুণাল গান গেয়ে তাঁকে ছাপিয়ে যান । রুক্মিণী হাত নেড়ে নেড়ে গান গাওয়ার চেষ্টা করলেও কুণালের গানের কাছে যেন এদিন ম্লান হয়ে গেলেন অভিনেত্রী। শেষের দিকে অবশ্য রুক্মিণী ফের গানটি ধরে নেন। রুক্মিণী নিজেই X হ্যান্ডেলে সেই ভিডিয়োটি শেয়ার করতেই প্রচুর মানুষ দেখে ফেলেছেন । ভিডিয়োটি পোস্ট করে কুণাল ঘোষ হলে গিয়ে ছবিটা দেখার অনুরোধ জানিয়েছেন। সেইসঙ্গে পরিচালক রামকমল ও তাঁর টিমেরও প্রশংসা করেছেন তিনি। তবে কুণালের এই পোস্ট নিয়েও সমাজ মাধ্যেমে অনেকেই তাঁকে ট্রোল করতে ছাড়লেন না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের