জন্মদিনেই জয়রামবাটিতে কুমারী রূপে পূজিতা আরাধ্যা

Published : Oct 06, 2019, 11:03 AM ISTUpdated : Oct 06, 2019, 12:22 PM IST
জন্মদিনেই জয়রামবাটিতে কুমারী রূপে পূজিতা আরাধ্যা

সংক্ষিপ্ত

  জয়রামবাটিতে অনুষ্ঠিত কুমারী পুজো পুজো করা হল ৭ বছরের বালিকাকে নিষ্ঠা মেন চলে পুজোর আচার  পুজো দেখতে প্রচুর ভক্ত সমাগম মাতৃমন্দিরে


দুর্গাপূজার অষ্টমীতে বেলুর মঠের মতই  কুমারী পূজার আয়োজন হয় মা সারদার জন্মস্থার জায়রামবাটির মাতৃমন্দিরে। এবারও তিথি মেনে মাতৃমন্দিরে  অষ্টমীর পুজো শুরু হয় সকাল ৫টা ৪০ মিনিটে। আর ঠিক সকাল ৯টায় শুরু হয় কুমারী পুজো। এবার মাতৃমন্দিরে কুমারী রূপে পূজিতা  হুগলির কামারপুকুরের বাসিন্দা বছর সাতেকের আরাধ্যা চট্টোপাধ্যায়। ছোট্ট আরাধ্যা ক্লাস ওয়ানের ছাত্রী। 

সকাল ৯টায় মা সারদাদেবীর পুরনো বাড়ি থেকে সিংহাসেন বসিয়ে বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে শোভাযাত্রা করে কুমারীকে নিয়ে দুর্গা মণ্ডপে আসেন সন্ন্যাসীরা। সেখানে মন্ত্রউচ্চারণের মধ্যে দিয়ে শুরু হয় কুমারী পুজো।  

প্রতিবারের মত এবারও জয়রামবাটিতে কুমারী পুজো দেখতে বহু ভক্তসমাগম হয়েছিল। পরিস্থিত সামাল দিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিলন পুলিশ-প্রশাসন। 

PREV
click me!

Recommended Stories

RG Kar Case : আদালতে CBI আধিকারিকের চাঞ্চল্যকর স্বীকারোক্তি! কী বললেন তিলোত্তমার মা-বাবা?
BREAKING NEWS: প্রকাশিত হল SIR-এ বাদ যাওয়া নামের তালিকা! আপনার নাম নেই তো? ক্লিক করে জেনে নিন