'মিল খুললে বাঁচব, না হলে মরে যাব', লকডাউনের মাঝে ভুখা হরতালে শ্রমিকরা

  • লকডাউনের জেরে দুর্ভোগ চরমে
  • কাজ হারিয়ে বিপাকে  শ্রমিকরা
  • জুটমিল খোলার দাবিতে ভুখা হরতাল
  • হুগলির রিষড়ার ঘটনা

করোনার আতঙ্ক নয়, বরং লকডাউনের বাজারে দুর্ভোগই বেশি। পরিস্থিতি এতটাই খারাপ যে, অবিলম্বে জুটমিল খোলার দাবিতে এবার ভুখা হরতালে বসলেন শ্রমিকরা। হরতালে শামিল মিলের অনুমোদিত ১১টি ইউনিয়নের প্রতিনিধিরাও। ঘটনাটি ঘটেছে হুগলির রিষড়ায়।

আরও পড়ুন: রেশন দুর্নীতির অভিযোগে প্রতীকী অনশন, রামপুরহাটে গ্রেফতার ৯ জন বিজেপি নেতা

Latest Videos

দীর্ঘমেয়াদি লকডাউনে আর্থিক বিপর্যয়ের আশঙ্কাই কি তবে সত্যি হতে চলেছে? কোথাও একটু কম, তো কোথাও আবার একটু বেশি। হুগলির জেলার প্রতিটি জুটমিলেই কাজ করেন হাজার চারেক শ্রমিক। লকডাউন জারি হওয়ার আগে পর্যন্ত ১১টির মধ্যে ৯টি মিলই চালু ছিল। কাজ চলছিল পুরোদমে। কিন্তু কোথা থেকে কী যে হয়ে গেল! মিল বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক অনটনে দিন কাটছে শ্রমিকদের। 

লকডাউন আপাতত উঠছে না। তবে তৃতীয় দফায়  জুটমিলগুলিকে ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার। এ রাজ্যে বেশ কয়েকটি মিলে ফের উৎপাদনও শুরু হয়ে গিয়েছে। ব্য়তিক্রম কেবল হুগলি। জেলায় একটি জুটমিল এখনও পর্যন্ত চালু হয়নি।  ফলে শ্রমিকদের দুর্দশাও আর ঘোচেনি। উল্টে যতদিন যাচ্ছে, পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এভাবে আর কতদিন চলবে! নিরুপায় হয়ে রিষড়ায় হেস্টিংস জুটমিলের সামনে ভুগা হরতালে বসলেন শ্রমিকরা। শেষপর্যন্ত বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় রিষড়া থানার পুলিশ। 

আরও পড়ুন: আইআইটি জেইই ও এনইইটি পরীক্ষার দিন ঘোষণা, সেপ্টেম্বরেই নতুন শিক্ষাবর্ষের ইঙ্গিত মন্ত্রীর

আরও পড়ুন: লকডাউনের জেরে বন্ধ চায়ের দোকান, উপার্জন হারিয়ে অবসাদে আত্মঘাতী যুবক

আন্দোলনকারীদের প্রতিনিধি শ্যামকুমার গুপ্তা বলেন, 'রেড জোনেও জুটমিল খুলছে। হুগলি জেলা অরেঞ্জ জোনে পড়ছে। কিন্তু এখানে মিল খোলার অনুমতি দিচ্ছে না প্রশাসন। আমাদের হাতে টাকা নেই, খুবই কষ্টে আছি। সমস্ত ইউনিয়নের তরফে থানা, এসডিপিও, এমনকী ডিএম-কে সমস্যার কথা জানিয়েছে। প্রশাসনকেও চিঠি দিয়েছি। কিন্তু সরকারের তরফে ইতিবাচক কোনও সাড়া মেলেনি। লকডাউনের চলাকালীন কোনও পয়সা পাইনি। মিল খুললে বাঁচব, না হলে মরে যাবো।'  রিষড়ার হেস্টিংস জুটমিলের ম্যানেজার বলেন, 'শ্রমিকদের প্রতি আমরা সহানুভূতিশীল।  কিন্তু আমাদের কিছু করার নেই। উপরমহল থেকে নির্দেশ এলেই মিলে খোলা হবে।'

Share this article
click me!

Latest Videos

Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'কলকাতার ম্যাডাম আমাকে হারাতে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছে' নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M