মেরামতির কাজের জেরে বাতিল একের পর এক লোকাল ট্রেন, সংক্ষিপ্ত করে দেওয়া হচ্ছে অনেক ট্রেনের যাত্রাপথও

রেলের চলাচল আরও উন্নত মানের করে তুলতে উদ্যোগী পূর্ব রেল। সেই উন্নয়নের কাজের উদ্দেশ্যেই শনি ও রবিবার বাতিল করা হচ্ছে অনেকগুলি লোকাল ট্রেন। দেখে নিন সেই তালিকা। 

রেলপথের মেরামতির কাজের জন্য পূর্ব রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত নৈহাটি ও হালিশহর স্টেশনের মধ্যে কাজ চলবে। মূলত, থার্ড লাইনে রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ করা হবে। সেই কাজের দরুন কমপক্ষে ৪২টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। শনি ও রবিবার, ২দিন কাজ করা হবে। এই ২দিনই ৪২টি ট্রেন বাতিল থাকবে বলে ঘোষণা করা হয়েছে। আগামীদিনে যাতে রেল পরিষেবাকে আরও উন্নত করে তোলা যায়, সেই লক্ষ্যে এই কাজ করা হবে বলে জানা গিয়েছে।

শনিবার, অর্থাৎ ১৫ সেপ্টেম্বর যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল, ৩১৮৪৩ ও ৩১৮৩৮ শিয়ালদহ কৃষ্ণনগর লোকাল, ৩১৯২৯ ও ৩১৯২৮ শিয়ালদহ গেদে লোকাল। ৩১৫৩৯-৩১৫৪০ শিয়ালদহ শান্তিপুর লোকাল। ৩১১৯২ কল্যাণী সীমান্ত লোকাল। এছাড়াও ৩১৬২৯, ৩১৬৩১, ৩১৬৩৪ ও ৩১৬৩৬ শিয়ালদহ রানাঘাট লোকালও বাতিল করা হয়েছে।

Latest Videos

শনিবারের পর রবিবারও বাতিল করা হয়েছে অনেকগুলি ট্রেন। সেগুলির মধ্যে রয়েছে, ৩১৫১১, ৩১৫১৫, ৩১৫১২, ৩১৫১৮ শিয়ালদহ শান্তিপুর লোকাল। ৩১৬১১, ৩১৬১৪, ৩১৬১৫, ৩১৬১৬, ৩১৬১৭, ৩১৬২২ শিয়ালদহ রানাঘাট লোকাল বাতিল। ৩১৭১১, ৩১৭১২ রানাঘাট নৈহাটি লোকালও বাতিল করা হবে বলে খবর রয়েছে। ৩১৩১১ থেকে ৩১৩১৬ পর্যন্ত ট্রেন, ৩১৩১৮, ৩১৩১৯.৩১৩২০ শিয়ালদহ কল্যাণী সীমান্ত লোকাল বাতিল করা হচ্ছে। ৩১৪১৭ ও ৩১৪১৮ শিয়ালদহ নৈহাটি লোকালও বাতিল থাকছে বলে সূত্রের খবর।

এদিকে এই পরিস্থিতিতে ৩১৩৪১ শিয়ালদহ কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী সীমান্ত পর্যন্ত যাবে না। তার বদলে ওই ট্রেনটি নৈহাটি স্টেশন পর্যন্ত যাবে বলে জানা গেছে। ৩০১২৮ কল্যাণী সীমান্ত মাঝেরহাট লোকাল নৈহাটি স্টেশন থেকেই ছাড়বে। এভাবে কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে।

অর্থাৎ, রেলের কাজের জন্য শিয়ালদহ লাইনে সব মিলিয়ে নৈহাটি ও রানাঘাটের মধ্যে মোট ১১১টি লোকাল ট্রেন চলে। তার মধ্যে ৪২টি ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-
‘হ্যাগরিড’-হারা হগওয়র্টস! চলে গেলেন বিখ্যাত চরিত্রাভিনেতা রবি কোলট্রেন মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর 
মধু ছড়িয়ে বিজেডি ও বিজেপি নেতামন্ত্রীদের টোপ! কীভাবে যৌনচক্রের জাল বিছিয়ে কোটিপতি হয়েছিলেন ওড়িশার অর্চনা নাগ?
আরও একবার বিশ্বসেরার তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্বের সেরা ২% বিজ্ঞানীর মধ্যে ৪২ জনই জেইউ-এর শিক্ষক

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul