পুলিশের আবারও মানবিক মুখ দেখল রাজ্য়। ট্যাক্সিতে খোওয়া যাওয়া এক ব্যক্তির টাকা ফেরত দিল পুলিশ। রবিবার হাওড়া সিটি পুলিশ উদ্যোগে ওই টাকার ব্যাগ ফেরত পান অভিযোগকারী ব্যক্তি। স্বাভাবিকভাবেই তিনি ভীষণ খুশী। ফের পুলিশ প্রশাসনের ওপর আস্থা ফিরছে আমজনতার।
আরও পড়ুন, বাড়িতে বারো জন, রফিককে বাঁচিয়ে দিল মামার দেওয়া ঘোড়া
পুলিশি সূত্রে জানা গিয়েছে, বিনোদ সাউ নামে এক ব্য়ক্তি, ব্য়ান্ডেল থেকে হাওড়া স্টেশনে আসেন। হঠাৎ ই তাঁর খেয়াল হয় তার লক্ষাধিক টাকা সহ ব্য়াগ খোয়া গিয়েছে। সেই টাকা তিনি মেয়ের বিয়ের জন্য় নিয়ে যাচ্ছিলেন। এরপর তিনি হাওড়া স্টেশনের ট্রাফিক গার্ডে অভিযোগ জানান। সিসিটিভি ফুটেজ দেখে এক ট্য়াক্সি চালককে সনাক্ত করা হয়। পরে মহম্মদ কুদ্দুস নামের ওই ট্য়াক্সি চালকের থেকেই উদ্ধার করা হয় বিনোদ বাবুর হারিয়ে যাওয়া টাকা সহ ব্য়াগ।
আরও পড়ুন, মদের খোঁজে মা-শিশুকে খুন, দাঁতালের তাণ্ডবে উত্তাল গ্রাম
এই ঘটনায় ফের পুলিশ প্রশাসনের ওপর আস্থা ফিরে পাচ্ছেন সাধারণ মানুষ। টাকা হারিয়ে যাওয়ার পরেও যে সেই টাকা ফিরে পাবেন একথা ভাবতে পারেননি খোদ বিনোদ সাউ নিজেও। আর তাই হারানো টাকার ব্যাগ ফিরে পেয়ে অভিভূত বিনোদ সাউ ।