পুরুলিয়া থেকে প্রচার শুরু, ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে লাভ আজ কাল পরশু

Published : Feb 13, 2020, 12:43 AM ISTUpdated : Feb 20, 2020, 12:01 AM IST
পুরুলিয়া থেকে প্রচার শুরু, ১৪ ফেব্রুয়ারি   মুক্তি পাবে লাভ আজ কাল পরশু

সংক্ষিপ্ত

লাভ আজ কাল পরশু বাংলা সিনেমার প্রমোশন শুরু পুরুলিয়ার এসভিএফ সিনেমা হলে পর্চার শুরু সিনেমার সিনেমার প্রমোশনে ছিলেন অর্জুন চক্রবর্তী,  মধুমিতা সরকার ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে লাভা আজ কাল পরশু     

লাভ আজ কাল পরশু বাংলা সিনেমার প্রমোশন হল পুরুলিয়ার এসভিএফ সিনেমা হলে। আজ এই সিনেমার প্রমোশনে উপস্থিত ছিলেন নায়ক অর্জুন চক্রবর্তী, নায়িকা মধুমিতা সরকার এবং এই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র পাওলি দাম।

জন্মদিনের পার্টিতে সটান চুম্বন পরিচালক বিরসাকে, ভাইরাল হল মিমির ছবি

আগামী ১৪ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডের দিন লাভ আজ কাল পরশু মুক্তি পেতে চলেছে। তার আগে পুরুলিয়ায় এসে সাংবাদিক সম্মেলন করে এই সিনেমার অনেকটাই খুটিনাটি জানালেন পাওলি দাম। নায়ক, নায়িকা অর্জুন চক্রবর্তী ও মধুমিতা সরকার এই সিনেমা সম্পর্কে জানানোর পাশাপাশি সকলকে সিনেমাটি দেখার অনুরোধ করেন। লাভ আজ কাল পরশু সিনেমায় সাহসী দৃশ্য রয়েছে । 

শরীর চুঁইয়ে বেয়ে পড়ছে জল, নীল মনোকিনিতে সুইমিংপুলে ভাইরাল ইমন

যদিও মধুমিতা বলেন,  অন্য দৃশ্য করতে যেমন লাগে ছবিতে বোল্ড সিন করতে সেরকমই লেগেছে। আমাদের কাছে বোল্ড দৃশ্য বা সফিস্টিকেটেড বলে আলাদা কিছু হয় না। সাংবাদিক সম্মেলন শেষে মঞ্চে গিয়ে তিন নায়ক নায়িকা লাভ আজ কাল পরশুর প্রমোশনে মিলিত হয়ে একযোগে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের  আগামী ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে-র দিন এই সিনেমা দেখার অনুরোধ করেন। 

PREV
click me!

Recommended Stories

বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর এ কী মন্তব্য আব্দুর রহিম বক্সির? দেখুন
আইটিসি সঙ্গীত সম্মেলন ২০২৫ চলছে মহা আড়ম্বরে! সঙ্গীতের মহামঞ্চে সম্মানিত এই কিংবদন্তী শিল্পী