রেকর্ড ভোটে এগিয়ে মালা রায়, কলকাতার দুই আসনেই এগিয়ে তৃণমুল

Published : May 23, 2019, 11:44 AM IST
রেকর্ড ভোটে এগিয়ে মালা রায়, কলকাতার দুই আসনেই এগিয়ে তৃণমুল

সংক্ষিপ্ত

কলকাতার দুই আসনেই এগিয়ে তৃণমুল রেকর্ড ভোটে এগিয়ে মালা রায়  

কলকাতার দুই আসনেই এগিয়ে তৃণমূল। বাংলায় এখনও পর্যন্ত রেকর্ড ভোটে গিয়ে মালা রায়। চলছে চতুর্থ রাউন্ড। ইতিমধ্যেই এক লক্ষ ১৭ হাজার ভোটে এগিয়ে গেলেন দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়। গণনা শুরু হওয়া থেকেই মালা রায়-এর নজর কারা ভোট সংগ্রহ দক্ষিণ কলকাতার বিরোধীদের ওপর চাপ স়ষ্টি করে। ক্রমেই সময় এগোনোর সঙ্গে সঙ্গে ভোট  সংগ্রহের সংখ্যা আরও  বাড়তে থাকে । তৃতীয় রাউন্ডের পর  তার সংগ্রহের ভোট সংখ্যা ১,১৭,৫৮৭। তা ছপিয়ে বর্তমানে সংখ্যা ২,১১,৫৬৭ দাঁড়ায়। ফলত বোঝাই যাচ্ছে দক্ষিণ কলকাতার সম্ভাব্য ফলাফল।

অপরদিকে উত্তর কলকাতার চিত্রটাও অনেক একই। ভোট সংগ্রহে বিপুল সংখ্যা না থাকলেও এখনও পর্যন্ত এই আসনে এগিয়ে রয়েছেন সুদীপ বন্দোপাধ্যায়। তার সংগ্রহের ভোট সংখ্যা ১৮,৮৬৯। উত্তর কলকাতায় বিরোধী প্রার্থীর মধ্যে রয়েছেন বিজেপি থেকে রাহুল সিনহা। এখনও পর্যন্ত কোনও রাউন্ডে তার এগিয়ে থাকা খবর না মিললেও, ভোট ব্যাবধনের সংখ্যা বিশাল অঙ্কের না হওয়ায় আগামী রাউন্ডের প্রতি সকলের অপলক দৃষ্টি। তবে কলকাতার বুকে মালা রায়ের ভোট সংগ্রহ বাংলার বুকে এখনও পর্যন্ত সর্বোচ্চ ব্যবধান সৃষ্টি করেছে।

 

PREV
click me!

Recommended Stories

বাংলাদেশে দীপু দাসের হত্যা, প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল, পোড়ানো হল ইউনুসের কুশপুত্তলিকা | Bangladesh
বাংলাদেশে দীপু দাসের হত্যা, প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল, পোড়ানো হল ইউনুসের কুশপুত্তলিকা