Malda Murder case: পরকীয়ায় মত্ত-বিয়ে করতে অস্বীকার, প্রেমিকাকে খুন করল পরিযায়ী শ্রমিক

 খুনের ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে সাফল্য পেল মালদহের পুখুরিয়া থানার পুলিশ।  সকালে মালদা জেলার পুকুরিয়া থানার খৈলসনা গ্রামের একটি আম বাগান থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় এক যুবতীর মৃতদেহ উদ্ধার হয়।

 

মালদহ-তনুজ জৈন:- খুনের ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করে সাফল্য পেল মালদহের পুখুরিয়া থানার পুলিশ (Malda police )। উল্লেখ্য গত ৩ মাস আগে কেরালায় শ্রমিকের (Migrant Worker) কাজ করা কালীন ফোন মারফত নাসিমা খাতুন এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিগত কিছুদিন আগে তারিকুল বাড়ি ফিরে আসলে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ পর্যায়ে যায়। এরপরেই ঘটনার মোড় ঘোরে।  ৩০  নভেম্বর সকালে মালদা জেলার পুকুরিয়া থানার খৈলসনা গ্রামের একটি আম বাগান থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় এক যুবতীর মৃতদেহ (Dead Body) উদ্ধার হয়।

প্রথমে যুবতীর পরিচয় না জানা গেলেও পরবর্তীতে পুলিশ পরিচয় উদ্ধার করে মৃত যুবতীর l   মৃত যুবতীর নাম নাসিমা খাতুন (২৩) বাড়ি পুকুরিয়া থানার পরানপুর এলাকায় l গত ৩০ তারিখ সন্ধ্যায় নাসিমার পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হয় পুকুরিয়া থানায়, পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করে খুনের ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে তারিকুল আলম নামের এক যুবককে গ্রেফতার করে রানীনগর থেকে। অভিযুক্ত যুবকের বাড়ি রানী নগর এলাকায় পেশায় পরিযায়ী শ্রমিকl ধৃত যুবক খুনের অভিযোগ স্বীকার করেছে বলে জানা যায় l

Latest Videos

আরও পড়ুন, Nodakhali Blast: শুভেন্দুর টুইটেই কি ঘুরল মোড়, সাতগাছিয়া বিস্ফোরণকাণ্ডে তদন্তভার নিল NIA

পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবক তারিকুল আলাম পেশায় পরিযায়ী শ্রমিক। গত ৩ মাস আগে কেরালায় শ্রমিকের কাজ করা কালীন ফোন মারফত নাসিমা খাতুন এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিগত কিছুদিন আগে তারিকুল বাড়ি ফিরে আসলে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ পর্যায়ে যায়। এরপরে নাসিমা তারিকুলের ওপর চাপ সৃষ্টি করে বিয়ে করার জন্য।   তারিকুল পরে জানাই সে বিবাহিত। তারপরেও নাসিমা বিয়ে করতে রাজি হয় এবং গত ৩০ তারিখে বিয়ে করার দাবি রাখতে থাকে। তারিকুল নানা ভাবে নাসিমাকে বোঝানোর চেষ্টা করে যে সে এখন বিবাহ করতে পারবে না। এরপর তারিকুল তাকে একটি ফাঁকা বাগানে নিয়ে গিয়ে চাকু দিয়ে খুন করে তাকে।  

পুলিশ তদন্ত শুরু করে ফোন মারফত জানতে পারে তারিকুলের সঙ্গে তার সম্পর্ক রয়েছে।তারিকুল কে পুলিশ গ্রেফতার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে তারিকুল খুনের অভিযোগ স্বীকার করে। ঘটনা সম্পর্কে মৃত যুবতীর আত্মীয় মেহেদুল হক জানায়, ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ খুনের ঘটনার কিনারা করেছে তাই পুলিশকে ধন্যবাদ জানাই । অন্যদিকে ধৃত তারিকুল আলমকে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে চাঁচোল মহকুমা আদালতে পেশ করে শনিবার পুলিশ ।

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury