উত্তরবঙ্গের কার্শিয়াংয়ে এক পাহাড়ি চায়ের দোকানে বসে চা খাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। আর ইন্দ্রনীল সেন গান গাইছেন, চলো, চলো যাই, যেখানে মন চায়।
উত্তরবঙ্গের (North Bengal) কার্শিয়াংয়ে এক পাহাড়ি চায়ের দোকানে বসে চা খাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ( Mamata Banerjee)। আর ইন্দ্রনীল সেন গান গাইছেন, 'চলো, চলো যাই, যেখানে মন চায়'। এদিকে ৫ দিনের উত্তরবঙ্গ সফর শেষের পথে ইন্দ্রনীলের সেনের ( Indranil Sen) এই গান বিনোদনমূলক হলেও তাৎপর্যপূর্ণও বটে। কারণ উত্তরবঙ্গ সফর শেষেই মাথা তুলে উঁকি মারছে গোয়া সফর (Goa)।
ভবানীপুরের উপনির্বাচনে বিপুল জয়ের পর কার্যত ফুরেফুরে মেজাজে দেখতে পাওয়া গেল রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এদিকে দোরগড়ায় বাকি চার কেন্দ্রের উপনির্বাচন। তখন চিন্তার কোনও ছাপ নেই মমতার চোখে মুখে। বরং মন ভরে ইন্দ্রনীলের গান শুনতে শুনতে আপন মেজাজে চা খাচ্ছেন চেয়ারে বসে। খানিকদূরে নিরাপত্তারক্ষী সহ সকলেই উপস্থিত। বর্ষা শেষে একাধিক কর্মসূচীর পর ইন্দ্রনীলের সেই গান ছড়িয়ে যাচ্ছে পাহাড়ি উপত্যকায়। মুখ্যমন্ত্রীর একদম পাশে বসে রাজ্যের আরও এক মন্ত্রী হাঁটুর উপরে হাত দিয়ে তবলার আদলে তাল দিচ্ছেন। চব্বিশের লোকসভা ভোটকে পাখির চোখ করলেও কিছুক্ষণের জন্য উধাও যাবতীয় রাজনৈতিক উত্তাপ। বরং গোয়া সফরের আগে এক অন্যতম মুহূর্ত ধরা দিল ফ্রেমে। প্রসঙ্গত, ভবানীপুর উপনির্বাচনের আগে তাঁর উত্তরবঙ্গ সফরের সময়সূচি ঠিক করা হয়েছিল। সেবার তিনি ওই সফরে যে যাবেন তা একপ্রকার নিশ্চিত হয়ে যায়। কিন্তু, ভোটের দিনক্ষণ ঘোষণার জেরে বাতিল হয়ে গিয়েছিল ওই সফর। এরপর ২৪ অক্টোবর একাধিক কর্মসূচী নিয়ে উত্তরবঙ্গ সফরে যান মমতা। এবার উত্তরবঙ্গ সফর শেষ করেই তিনি পাড়ি দেবেন গোয়াতে। তবে পাহাড়ে যখন মন কেমন, তখন কলকাতায় দল বদল তৃণমূল শিবিরে।
অপরদিকে, সর্বভারতীয় তৃণমূল সূত্রে খবর, এদিন একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বকে অন্তভূক্ত করবে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, ১ অক্টোবর বিজেপি (BJP) ছেড়েছিলেন রায়গঞ্জের বিধায়ক (Raiganj MLA) কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। তখন থেকেই তাঁর তৃণমূলে (TMC) যোগ দেওয়ার জল্পনা শুরু হয়েছিল। যদিও তা নিয়ে তখন কোনও মন্তব্য করতে দেখা যায়নি তাঁকে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল ৩টে নাগাদ কলকাতায় তৃণমূলে যোগ (Join in TMC) দেবেন তিনি। এদিন দলীয় তরফে উপস্থিত থাকবেন পার্থ চট্টোপাধ্যায় এবং বিবেক গুপ্তা।
আরও দেখুন, বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে