যুদ্ধের স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে অর্পণকে, ছেলেকে ফিরে পেয়ে খুশির হাওয়া বসিরহাটের মণ্ডল পরিবারে

ডাক্তারি পড়তে ইউক্রেনে পাড়ি দিয়েছিলেন অর্পণ। সেখানে দিনাপ্রো-পেট্রোভ‍্যাক্সের মেডিক্যাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন তিনি। সম্প্রতি তাঁর বাড়িতে ফেরার কথা ছিল। ২৬ ফেব্রুয়ারি বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট কেটে রেখেছিলেন তিনি।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (War-Torn Ukraine)। কখন কী হয় তা কেউই বলতে পারছেন না। যত দিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে পরিস্থিতি। আর এর মধ্যে সেখানে এখনও পর্যন্ত আটকে রয়েছেন বহু ভারতীয় (Indian)। তাঁদের সেখান থেকে দেশে ফেরাতে তৎপর কেন্দ্রীয় সরকার (Central Govt)। আর সুদূর ইউক্রেনে (Ukraine) আটকে থাকা ছেলে মেয়েদের জন্য চিন্তা যেন কিছুতেই কাটছে না পরিবারের। যতক্ষণ না পর্যন্ত সন্তানকে কাছে পাচ্ছেন ততক্ষণ দুশ্চিন্তা তাঁদের তাড়া করে বেড়াচ্ছে। সেরকমই দুশ্চিন্তায় ছিল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বসিরহাটের মণ্ডল পরিবার (Mandal Family)। তবে ছেলে অর্পণ মণ্ডল ইউক্রেন (Ukraine Russia Conflict) থেকে নিরাপদে দেশে (Ukraine Return) ফেরায় এখন চিন্তা মুক্ত হয়েছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি ইউক্রেন থেকে বসিরহাটের (Basirhat) বাড়ি পর্যন্ত তাঁর সফর ঠিক কেমন ছিল তা জানিয়েছেন অর্পণ। 

ডাক্তারি পড়তে (Medical Student) ইউক্রেনে পাড়ি দিয়েছিলেন অর্পণ। সেখানে দিনাপ্রো-পেট্রোভ‍্যাক্সের মেডিক্যাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন তিনি। সম্প্রতি তাঁর বাড়িতে ফেরার কথা ছিল। ২৬ ফেব্রুয়ারি বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট (Plane Ticket) কেটে রেখেছিলেন তিনি। কিন্তু, ততদিনে ইউক্রেনে যাত্রীবাহী বিমানের জন্য আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই কারণে তাঁর টিকিট বাতিল (Ticket Cancel) হয়ে যায়। এরই মধ্যে সেখানে শুরু হয়ে যায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এর ফলে বাড়ি ফিরতে না পেরে সেখানেই আটকে পড়েছিলেন অর্পণ। আর সেকথা জানতে পেরে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিলেন পরিবারের সদস্যরা। ২৬ ফেব্রুয়ারি কাটা টিকিট বাতিল হয়ে যাওয়ার পর ৯ দিন ইউক্রেনেই ছিলেন অর্পণ। সে সময় কীভাবে রুশ সেনা সেখানে হামলা চালিয়েছিল তার সাক্ষী হন তিনি। 

Latest Videos

আরও পড়ুন- 'মাথার উপর দিয়ে উড়ে যেত ড্রোন', আতঙ্কের অভিজ্ঞতা শোনালেন ইউক্রেন ফেরত বীরভূমের চন্দ্রনাথ

আরও পড়ুন, ২৪ ঘন্টা পার, ইউক্রেন থেকে আসেনি ছেলের ফোন, উৎকণ্ঠায় মালদহে থাকা বাবা-মা

এরপর ভারতীয় দূতাবাসের দেওয়া সব রকম নির্দেশিকা মেনে ইউক্রেনে নিজের বাসস্থান ছাড়েন অর্পণ। সেখান থেকে প্রায় ১২ হাজার টাকা খরচ করে একটি বাসে পার্শ্ববর্তী রোমানিয়া সীমান্তে পৌঁছন। তারপর ওই এলাকা থেকে ভারত সরকারের 'অপরেশন গঙ্গা'-র মাধ‍্যমে বুখারেস্ট বিমানবন্দর থেকে বিমানে দিল্লিতে পাড়ি দেন তিনি। এরপর দিল্লিতে ফের বিমানে কলকাতায় পৌঁছন। সেখান থেকে জেলা প্রশাসনের সহায়তায় পৌঁছান বসিরহাটে নিজের বাড়িতে। আর যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে খুশি বাবা-মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। 

আরও পড়ুন- 'মেয়েদের সঙ্গে চরম নিষ্ঠুরতা দেখিয়েছে ইউক্রেন সেনা', অভিযোগ বালুরঘাটের বাসিন্দার

তবে বাড়িতে ফিরলেও এখনও পর্যন্ত ইউক্রেনের স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে অর্পণকে। সহপাঠী এখনও যাঁরা সেখানে আটকে রয়েছেন তাঁদের জন্য চিন্তায় রয়েছেন অর্পণ। মা চন্দনা মণ্ডল আর ছেলেকে পাঠাতে চান না বিদেশে। যদিও ছেলের উপরই সব সিদ্ধান্ত ছেড়ে দিতে চান বাবা রামপদ মণ্ডল। কিন্তু, কী চান অর্পণ নিজে? তিনি জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ইউক্রেনে ফিরে যাবেন তিনি। 

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury