বীরভূম ফের পড়ল মাওবাদী পোস্টার, ছাত্রাবাস গ্রামে চাঞ্চল্য

Published : Sep 27, 2020, 10:11 PM ISTUpdated : Sep 27, 2020, 10:15 PM IST
বীরভূম ফের পড়ল মাওবাদী পোস্টার, ছাত্রাবাস গ্রামে চাঞ্চল্য

সংক্ষিপ্ত

ফের মাওবাদী পোস্টার পড়ল বীরভূমে পোস্টার উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য এলাকায় কোনও মাওবাদী নেই, মন্তব্য অনুব্রতর তৃণমূল নেতাদের নাম করে পড়ল হুমকি পোস্টার

আশিস মণ্ডল, বীরভূম-ফের মাওবাদী পোস্টার উদ্ধার হল বীরভূমে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল পাঁড়ুইয়ে। সাদা কাগজের উপর লাল কালিতে লেখা ওই পোস্টারে কয়েকজন তৃণমূল নেতার নাম উল্লেখ রয়েছে। আগের মতই লেখা আছে 'জনগণের টাকা ফেরত দাও, নয়ত জীবন দাও'। 

আরও পড়ুন-ত্রাণ না পেয়ে ক্ষোভ, দিনে দুপুরে বিডিও অফিস থেকে জিনিসপত্র লুঠ

মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ায় ইলামবাজার ব্লকের বাতিকার অঞ্চলের ছাত্রাবাস গ্রামে। দিন চারেক আগে ওই এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছিল। রবিবার ফের মাওবাদী পোস্টার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ইলামবাজার তৃণমূলের ব্লক সভাপতি জাফারুল হোসেন বলেন, ''বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ মাওবাদী পোস্টার উদ্ধার নিয়ে তদন্ত করছে, তাঁদের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে''। অন্যদিকে, বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, '' তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারনে এই পোস্টার পড়েছে। মাওবাদী নামাঙ্কিত পোস্টার গুলিতে রয়েছে তৃণমূলের দুর্নীতিগ্রস্থ নেতাদের নাম। আমরা চাইব পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক''। তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ''মাওবাদী বলে আর কিছু নেই, এসব বিরোধীদের কাজ''।

আরও পড়ুন-বারুইপুরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, জখম হয়ে হাসপাতালে ভর্তি কয়েকজন

পাঁড়ুই এলাকায় পরপর মাওবাদী পোস্টার উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাওবাদী পোস্টারগুলি ছিঁড়ে দেয়। একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জায়াগায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ