মাঝরাতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, চম্পাহাটিতে আতঙ্ক

Published : Sep 28, 2020, 01:21 PM ISTUpdated : Sep 28, 2020, 01:23 PM IST
মাঝরাতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, চম্পাহাটিতে আতঙ্ক

সংক্ষিপ্ত

মাঝারাতে বাজি কারখানায় ভহাবহ বিস্ফোরণ বিস্ফোরণের জেরে উড়ে যায় কারখানার ছাদ ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজি কারখানায় বিস্ফোরণ ঘিরে রহস্য

মাঝরাতে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল বারুইপুর। বাজি কারখানায় বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অ্যাসবেটরের তৈরির ওই কারখানার  চাল উড়ে যায়। একই সঙ্গে আগুন ধরে যায় ওই কারখানায়। স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন লাগানোর চেষ্টা করেন।

আরও পড়ুন-গাড়ির সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, দুর্ঘটনার কবলে কলকাতার ৫ পর্যটক

জানাগেছে, রবিবার মাঝরাতে বারুইপুরের চম্পাহাটির হাড়াল এলাকায় বাজি কারখানায় তীব্র বিস্ফোরণ হয়। রাতের সময় আচমকা বিকট শুব্দ শুনে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। তাঁরা দেখেন, বিস্ফোরণের জেরে ওই কারখানার ছাদ উড়ে গিয়েছে। পাশে থাকা টিন গুলিও দমুড়ে মুচড়ে যায়। কারখানার ভিতরেও আগুন লেগে যায়। আগুন যাতে আশাপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে তার জন্য নিজেরাই আগুন নেভানোর উদ্য়োগ নেন স্থানীয় বাসিন্দারা। 

আরও পড়ুন-সোফায় বসে টিভি দেখছেন করোনায় 'মৃত', আজবকাণ্ড ঘটে গেল আসানসোলে

প্রতিবেশীরা জানান, আতসবাজি তৈরি হত ওই বাজি কারখানায়। তবে বেআইনি বাজি সেখানে তৈরি হত বলে তাঁদের দাবি। ওই এলাকায় আরও অনেক বাজি তৈরির কারখানা রয়েছে। রবিবার ওই বাজি তৈরির কারখানায় আগুন লাগার কারনে এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। ওই বাজি কারখানায় বৈধ অনুমতি ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।


 

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ