Rail Accident: 'প্রশাসন পুরো সাহায্য করছে', জখম যাত্রীদের দেখতে এলেন রাজস্থানের দুই মন্ত্রী

বিকানের এক্সপ্রেস দূর্ঘটনায় জখম হয়েছে রাজস্থানের দুই বাসিন্দাও। ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনার পর জখম যাত্রীদের দেখতে  উত্তরবঙ্গ এলেন রাজস্থানের দুই মন্ত্রী।  

ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনার ( Maynaguri Rail Accident )পর জখম যাত্রীদের দেখতে  উত্তরবঙ্গ এলেন রাজস্থানের দুই মন্ত্রী (Two minster from Rajasthan)। উল্লেখ্য, বিকানের এক্সপ্রেস দূর্ঘটনায় জখম হয়েছে রাজস্থানের দুই বাসিন্দাও। রাজস্থানের ওই দুই জখম যাত্রী উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন (North Bengal Medical college and Hospital)। তাদের দেখতে রাজস্থান থেকে ছুটে আসলেন সেখানকার দুই মন্ত্রী  ভ্রমরসিং ভাটি এবং গোবিন্দরাম৷ তাঁরা হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন। তাঁদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর করতে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। পরে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হন।  

Latest Videos

জানা গিয়েছে, আহতদের সঙ্গে দেখা করার পর রাজ্যে ফিরে যাবার আগে পশ্চিমবঙ্গের জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে পুরো রিপোর্ট রাজস্থানের মুখ্যমন্ত্রীকে দেবেন। রিপোর্টের পরেই রাজস্থান সরকার আহত ও নিহতদের ক্ষতিপূরনের কথা ঘোষনা করবেন বলে জানান মন্ত্রী ভ্রমরসিং ভাটি। তিনি বলেন,  'রাজস্থান থেকে ট্রেনটি গুয়াহাটি যায়। এটা বিকানের এক্সপ্রেস নামে পরিচিত। দূর্ঘটনাটি নিশ্চিত রূপে দুঃখজনক ঘটনা। প্রচুর যাত্রী আহত হয়েছে, অনেকের মৃত্যুও হয়েছে। রাজস্থান থেকে যেহেতু ট্রেনটি আসে, সেকারণে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট দুর্ঘটনার পর রেলমন্ত্রীর এবং পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। আমরা এখন মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছি। এখানে রাজস্থানের দুজন ভর্তি রয়েছে। তারা রাজস্তানের নাগোরের বাসিন্দা। তাঁদের আঘাত লেগেছে।'

তবে রাজ্য়ের হাসপাতাল তথা স্বাস্থ্য পরিষেবার প্রশংসাও করেন রাজস্থানের ওই দুই মন্ত্রী। তিনি বলেন, 'হাসপাতালের চিকিৎসকরা ভালো চিকিৎসা পরিষেবা দিচ্ছে। স্থানীয় প্রশাসনও পুরো সাহায্য করছে। এখান থেকে আরও দু-তিন হাসপাতালে যারা ভর্তি রয়েছে, তাদের সঙ্গে দেখা করব। জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলব। রেলওয়ে আধিকারিদের সঙ্গেও কথা বলব। রাজস্থানের মূখ্যমন্ত্রীকে পুরো রিপোর্ট দেবো। তারপর সেখান থেকেই ক্ষতিপূরণ ঘোষনা করা হবে।' যদিও ইতিমধ্য়েই কেন্দ্রীয় রেল মন্ত্রীর তরফে নিহতদের জন্য ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। অন্যদিকে আহতদের জন্য ১ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। অন্যদিকে অল্প আহতদের জন্য ২৫ হাজার টাকার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

ময়নাগুড়িতে বিকানির-গুয়াহাটি এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা  হাসপাতালে চিকিৎসাধীন ৪০ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ১৫। এদিকে ইতিমধ্যেই রেল দুর্ঘটনা নিয়ে টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।সূত্রের খবর, ডোমহনির কাছে উল্টে গিয়েছে বিকানের এক্সপ্রেসের ৪ থেকে ৫টি বগি। প্রতিটি বগিই কার্য দুমড়ে মুচরে মাঠের পাশে পড়ে রয়েছে বলে দেখা যাচ্ছে। যে সময় দুর্ঘটনাটি ঘটে তখন ট্রেনের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ছিল বলে খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় রেল মন্ত্রী। দুর্ঘটনার পর টুইটও করেন তিনি।  

Share this article
click me!

Latest Videos

ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News