Maynaguri Train Accident: মধ্যরাতেও চলছে উদ্ধার কাজ, প্রস্তুত ভলেন্টিয়ার, রইল হেল্পলাইন নম্বর

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ও দোমহনী জংশনের ওভারব্রীজ সংলগ্ন এলাকায় লাইনচ্যুত গৌহাটিগামী আপ বিকানীর এক্সপ্রেস  ভয়াবহ দুর্ঘটনার কবলে! প্রস্তুত রেড ভলেন্টিয়ার। 

বৃহস্পতিবার বিকেলেই ঘটে ভয়ানক দুর্ঘটনা (Maynaguri Train Accident), লাইনচ্যুত  হয়ে যায় পাটনা-গুয়াহাটি বিকান এক্সপ্রেস (Bikaner-Guwahati Express)। দূরপাল্লার এই ট্রেনটি ময়নাগুড়ির দোমোহিনীর কাছে উল্টে যায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধার কাজে বিভিন্ন টিম। রাজ্য সরকার থেকে শুরু করে বিভিন্ন পার্টির কর্মী, স্থানীয় মানুষেরা, সকেলই যাত্রীদের পাশে সাধ্য মত দাঁড়াতে এদিন এগিয়ে আসে।  এদিন ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮।  এই ঘটনায় আহতের সংখ্যা ৪০। হতাহতের সংখ্য়া আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আহতদের জপাইগুড়ি ও ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে। 

অন্যদিকে আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য তৈরি হয়েছে বিশেষ টিম,  সার্জেন, অ্যামাস্থেটিস্ট, অর্থোপেডিকের নিয়ে। চলছে দ্রুত চিকিৎসা দেওয়ার প্রচেষ্টা। পাশাপাশি উদ্ধার কার্যে হাত লাগাতে প্রস্তুত রেড ভলেন্টিয়ার (Red Volunteer)। একটি বিজ্ঞপ্তি জারি (Notice) করে সেখান সমস্ত যোগাযোগ নম্বর শেয়ার করা হয়। এদিন ঘটনা স্থলে অনেকেই উদ্ধারকাজ পরিদর্শণ করতে পৌঁঠে যান, সেই তালিকাতে ছিলেন সিপিএম-এর (CPIM) ময়নাগুড়ি এরিয়া কমিটির সম্পাদক কমরেড অপূর্ব রায়ও (Apurba Roy)।

Latest Videos

আরও পড়ুন- আরও উঠল করোনা গ্রাফ, রাজ্যে দৈনিক সংক্রমণ পার করল ২৩ হাজারের গণ্ডি, আতঙ্কে কলকাতা

আরও পড়ুন- Maynaguri Train Accident- Live Updates- দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮, রাতেই রেলমন্ত্রী যাবেন

যে কোনো প্রয়োজনে বা রক্তের প্রয়োজনে  যোগাযোগ করুন রেড ভলেন্টিয়ারের নিম্ন লিখিত নম্বরে-  

62962 26502 শুভম সাহা, 89023 77103 অনুভব দে, 96354 03905 উৎসা চৌধুরী, 93827 36754 সৌভিক ঘোষ,   7980919930 সৌহার্দ্য দেব

এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে ভারতের ছাত্র ফেডারেশন জলপাইগুড়ি জেলা কমিটি, সেখানের হেল্পলাইন নম্বরঃ

8927601537, 8116631085, 7001562844,  6296226502, 8617309914

এক বিজ্ঞপ্তি জারি করে তাঁদের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর রক্তের। কেবল ব্লাড ব্যক্ঙের ভরসায় সম্ভবপর নয়, তাই সাধারণকে রক্ত দিয়ে সাহায্যের আর্জি জানানো হয়। তার জন্যও চালু বিশেষ নম্বর, সদস্যদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া যাবে নিম্ন লিখিত নম্বরে। বা যাঁরা ইচ্ছুক তাঁরা চলে আসতে পারেন ব্লাড ব্যাঙ্কে।  যোগাযোগের নম্বরগুলি হল- 

8389845286, 8250604824, 8016209852, 9832668658, 8617566080, 9832581911., 8509820204

চলছে আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার কাজ, পাশাপাশি সকলকে যাঁতে প্রয়োজনীয় জিনিসগুলি দেওয়া যায়, তার জন্য কিছু ত্রাণের ব্যবস্থাও করা হয়েছে বিভিন্ন কমিটি থেকে। রাতেও এলাকা জুড়ে চলছে কাজ, যাত্রীদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থাও জারি। 

Share this article
click me!

Latest Videos

‘Pakistan-এর মতো অবস্থা করে দেবো Bangladesh-এর’ Suvendu Adhikari-র চরম বার্তা | Suvendu Adhikari
কেন বিধানসভা থেকে ওয়াক আউট BJP-র? দেখুন কী বলছেন Suvendu Adhikari
বাংলায় দেব দেবীর মূর্তি ভাঙার অভিযোগ তুলে বিধানসভা ওয়াক আউট শুভেন্দুদের, দেখুন ভিডিও | BJP Walk Out
Bangladesh ইস্যুতে অবশেষে মুখ খুললেন Mamata Banejee, দেখুন কী বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘Yunus সাহেবের আদৌ মেরুদণ্ড সোজা আছে কিনা সন্দেহ!’ Sukanta-র ঝাঁঝালো তোপ ইউনূসকে | Sukanta M