ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনার ( Maynaguri Rail Accident )পর জখম যাত্রীদের দেখতে উত্তরবঙ্গ এলেন রাজস্থানের দুই মন্ত্রী (Two minster from Rajasthan)। উল্লেখ্য, বিকানের এক্সপ্রেস দূর্ঘটনায় জখম হয়েছে রাজস্থানের দুই বাসিন্দাও। রাজস্থানের ওই দুই জখম যাত্রী উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন (North Bengal Medical college and Hospital)। তাদের দেখতে রাজস্থান থেকে ছুটে আসলেন সেখানকার দুই মন্ত্রী ভ্রমরসিং ভাটি এবং গোবিন্দরাম৷
- Home
- West Bengal
- West Bengal News
- Maynaguri Train Accident- Live Updates- ময়নাগুড়ি পৌঁছালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
Maynaguri Train Accident- Live Updates- ময়নাগুড়ি পৌঁছালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
বৃহস্পতিবার বিকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার (Horrible train accident) সাক্ষী থাকল উত্তরবঙ্গ (North Bengal)। শিলিগুড়ির কাছে ময়নাগুড়ির (Mainaguri near Siliguri) ডোমহনিতে উল্টে গেল পাটনা-গুহায়াটিগামী বিকানের এক্সপ্রেস (Patna-Guwahati-bound Bikaner Express)। এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। কামরায় আটকে রয়েছে শতাধিক যাত্রী। পাশাপাশি ১০ জন যাত্রীকে এখনও পর্যন্ত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান জলপাইগুড়ির জেলা শাসক। আহত ও নিহতের সংখ্যা আরও বড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই হতাহতের উদ্ধার করার জন্য ইতিমধ্যেই ট্রেন পাঠানো হচ্ছে বলে খবর। তবে নিকটবর্তী রেল স্টেশন থেকে একটি ছোট উদ্ধারকারী দল এলাকায় পৌঁছেছে বলে জানা যাচ্ছে। তারাই গোটা পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিচ্ছে। দ্রুত পৌঁছাবে বড় দল। তবে যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেটি প্রত্যন্ত এলাকায় হওয়ায় উদ্ধরকার্যে খানিক অসুবিধা হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ওই এলাকায় আলোর ব্যবস্থা করা হচ্ছে রেলের তরফে।
- FB
- TW
- Linkdin
ট্রেন কি নিজে নিজেই বেলাইন হয়, ট্রেন দুর্ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। তিনি এই দুর্ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
সকালেই ঘটনাস্থলে পৌঁছালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ঘটনাস্থলে পরিদর্শন করেন তিনি।
বিকানের গুয়াহাটি এক্সপ্রেসে মৃতের সংখ্যা বেড়ে ৯। উদ্ধার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা।
'রেললাইনে ফাটলের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। রেলমন্ত্রীর উচিত এনিয়ে বিস্তারিত তথ্য দেওয়া।' ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে বললেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
দুর্ঘটনার খবর পেয়েই শোক প্রকাশ করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, পাশাপাশি তিনি তাঁর রাজ্যের দুই মন্ত্রীকে পাঠাচ্ছেন ঘটনাস্থল পরিদর্শনে, দিলেন সব রকমের সাহায্যের আশ্বাস।
মধ্যরাতে উত্তরবঙ্গের আইজিপি ডি.পি. সিং জানান, এখনও দুটি কোচে আটকে রয়েছেন যাত্রীরা, উদ্ধার কাজ চলছে, এখনও পর্যন্ত আহতের সঠিক সংখ্যা স্পষ্ট নয়।
ময়নাগুড়িতে বর্তমানে ৩১ জন আহতের চিকিৎসা চলছে, ৪ জনকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে হাসপাতালে, ২৭ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশ্য়ালিটি হাসপাতালে পাঠানো হল।
মধ্যরাতেও তৎপর অ্যাম্বুলেন্স, চলছে চিকিৎসা, আহতদের দ্রুত সুস্থ করে তোলার কাজে মরিয়া সকলেই।
আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য এবার তৈরি হল স্পেশ্যাল টিম, সার্জেন, অ্যামাস্থেটিস্ট, অর্থোপেডিকের নিয়ে। চলছে দ্রুত চিকিৎসা দেওয়ার প্রচেষ্টা।
রাতেই কলকাতা থেকে বাগডোগরা উড়ে যাবেন রেলমন্ত্রী, সেখান থেকেই রাতে রওনা দেবেন দুর্ঘটনাস্থলে, মনে করা রাত ২ টোর মধ্যে ডোমোহনী, ময়নাগুড়িতে পৌঁছবেন রেলমন্ত্রী, তাঁর সঙ্গে থাকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। হাসপাতালে ভর্তি ৪০ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ১৫।
স্পেশাল ট্রেনে দুর্ঘটনাগ্রস্থ যাত্রীদের রওনা করে দেওয়া হয় গুয়াহাটির উদ্দেশে
আলো জ্বালিয়ে রাতের অন্ধকারে চলছে উদ্ধারকাজ, দমকল বাহিনীও মোতায়েন রয়েছে ঘটনাস্থলে
রাতেই ডোমোহনী-তে পৌঁছে যান বিজেপি-র রাজ্য সহ-সভাপতি তথা রেলের যাত্রী সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্য কমিটির সদস্য রথীন্দ্রনাথ বসু, দুর্ঘটনাস্থল থেকে তিনি জানান অধিকাংশ যাত্রীকেই উদ্ধার করা গিয়েছে। আর কি বললেন তিনি, দেখে নিন
rathindraofc
কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন রেলমন্ত্রী, আর কিছুক্ষণের মধ্যে কলকাতা বিমানবন্দরে অবতরণ করার কথা, রাতে হোটেলে বিশ্রাম করে সকালেই রওনা দেবেন ময়নাগুড়ির উদ্দেশে।
ময়নাগুড়ি হাসপাতালের বিএমওএইচ-এর দেওয়া তথ্য অনুযায়ী ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৬, আহত ৫০
ভোররাতের মধ্যেই কি ঘটনাস্থলে পৌঁছচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ, কিছুক্ষণ আগে তাঁর করা টুইট ঘিরে জল্পনা, যেখানে রেলমন্ত্রী লিখেছেন ঘটনাস্থলের দিকে যাচ্ছি, এর আগে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে রেলমন্ত্রী শুক্রবার ময়নাগুড়ি পৌঁছবেন
ময়নাগুড়িতে যাচ্ছেন রেলমন্ত্রী, পুরো ঘটনাস্থল পরিদর্শন করবেন তিনি, টুইট করে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী.
ময়নাগুড়ি রেল দুর্ঘটনায় শোকস্তব্ধ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দুর্ঘটনার ভয়াবহতা তাঁকে কতটা আঘাত করেছে তা টুইটার বার্তায় তুলে ধরলেন তিনি, সেই সঙ্গে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ পুরো পরিস্থিতির উপরে নজর রাখছে।