রাজ্যের হাসপাতালে মোটা মাইনের চাকরির বড়সড় সুযোগ, শুধু ইন্টারভিউতেই কর্মী নিয়োগ

  • রাজ্যের হাসপাতালে মোটা মাইনের চাকরির সুযোগ 
  •  বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য় এবং পরিবার কল্যান সমিতি  
  •  পরীক্ষার্থীদের কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না  
  • শুধুমাত্র ইন্টারভিউ-র মাধ্যমেই কর্মী নিয়োগ করা হবে 


রাজ্যের কোভিড হাসপাতালে মোটা মাইনের চাকরির সুবর্ণ সুযোগ। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কালিম্পং স্বাস্থ্য় এবং পরিবার কল্যান সমিতি। আগ্রহী পরীক্ষার্থী কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমেই কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন, করোনা আবহে সামান্য স্বস্তি, রাজ্য়ে সামান্য কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, সংক্রমণে এখনও শীর্ষে কলকাতা

Latest Videos

 

 

বেতন ২০ হাজার টাকা


 মেডিক্যাল টেকনোলজিস্ট (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) হওয়ার জন্য এই পদের শিক্ষাগত যোগ্যতা পার্থীকে অবশ্যই ফিজিক্স, কেমেস্ট্রি, বায়োলজি-সহ উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা অথবা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে ব্য়াচেলর ডিগ্রি থাকতে হবে। বয়েস সীমা ১ জানুয়ারি ২০২০ এর নিরিখে নুন্যতম ২১ থেকে ৩৯ বছর বয়সিরা এই ইন্টারভিউতে অংশ নিতে পারবেন। এই চাকরিতে মাসিক বেতন ২০ হাজার টাকা। 

 

আরও পড়ুন, শহর-শহরতলির তাপমাত্রা নামল স্বাভাবিকের ৩ ডিগ্রি নীচে, দেশজুড়ে শৈত্যপ্রবাহের সতর্কতা

 

পার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে


অপরদিকে ল্য়াব টেকনিশিয়ান পদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ পড়ুয়াদের ক্ষেত্রে মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি  অথবা ডিপ্লোমা কোর্স করা প্রয়োজন। উচ্চ মাধ্যমিক পাশ পড়ুয়াদের ক্ষেত্রে মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্স করা প্রয়োজন। মাইক্রোবায়োলজি বা বায়ো টেকনোলজিতে বিএসসি অথবা এমএসসি করা যাঁদের ভাইরোলজি ল্যাব আরটি পিসিআৎ অথবা পিসিআর মেশিনে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁরা ইন্টারভিউতে অংশ নিতে পারেন। মাসিক বেতন ১৭ হাজার ২২০ টাকা। উল্লেখ্য, এই শূন্য পদে কাজ হলে পার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

Share this article
click me!

Latest Videos

'ভোট আসলেই ঘাটাল মাস্টার প্ল্যান, ১৪ বছর কি করছিল মমতা?' প্রশ্ন দিলীপের | Dilip Ghosh Speech Today
Pratul Mukherjee: রবীন্দ্র সদনে গান স্যালুট দিয়ে শেষশ্রদ্ধা সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে
‘Mamata Banerjee-র বাজেটে শুধু ঢপবাজি! একটাও কর্মসংস্থানের কথা নেই’ Suvendu Adhikari-র চরম আক্রমণ
শহরের বুকেই বেআইনি অস্ত্রের চক্র! বেঙ্গল STF-এর অভিযানে ধৃত ৪, উদ্ধার বিপুল কার্তুজ
'বাংলাদেশ যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়া হবে', মায়াপুর ইসকনে গিয়ে হুঙ্কার সুকান্ত মজুমদারের