বাচ্চা চুরি করে বিক্রির অভিযোগ, ক্ষিপ্ত বাসিন্দাদের হাত থেকে নাবালিকাকে উদ্ধার করে আটক করল পুলিশ

Published : Mar 09, 2022, 09:47 PM IST
বাচ্চা চুরি করে বিক্রির অভিযোগ, ক্ষিপ্ত বাসিন্দাদের হাত থেকে নাবালিকাকে উদ্ধার করে আটক করল পুলিশ

সংক্ষিপ্ত

বাচ্চা চুরি করে বিক্রির অভিযোগ উঠল এক নাবালিকার বিরুদ্ধে। এমনকি হাতেনাতে ধরাও পড়ে যায় সে। এরপর বেধড়ক মারও খায় স্থানীয় বাসিন্দাদের কাছে।

রাজ্যের অলিতেগলিতে কান পাতলে রোজই নিত্য নতুন অপরাধের খবর সামনে আসে। এবার বাচ্চা চুরি করে বিক্রির অভিযোগ উঠল এক নাবালিকার বিরুদ্ধে। এমনকী হাতেনাতে ধরাও পড়ে যায় সে। এরপর বেধড়ক মারও খায় স্থানীয় বাসিন্দাদের কাছে। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার চাঁদপাড়া বি এম পল্লী এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গাইঘাটা থানা এলাকায়।ওই এলাকার বাসিন্দা গদাধর সাহা চার বছরের ছেলে অঙ্কিত সাহাকে প্রতিবেশী এক নাবালিকা বাড়ি থেকে নিয়ে এসে বিক্রি করে দিয়েছিল বলে অভিযোগ। যা নিয়েই বাড়তে থাকে উত্তেজনা।
সূত্রের খবর, গদাধর সাহা ও মুক্তি সাহা তাদের চার বছরের ছেলে অঙ্কিত সাহাকে মঙ্গলবার বাড়িতে রেখে বাজার করতে যান। কিন্তু বাজার থেকে ফিরে তারা দেখেন। গোটা বাড়ি ফাঁকা। উধাও হয়ে গিয়েছে ছেলে। তারপরেই শুরু হয় চেঁচামেচি। খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জোরদার খোঁজাখুঁজি শুরু হয় গোটা এলাকাজুড়েই। খবর যায় আশেপাশের এলাকাতেও। তখনই এক প্রতিবেশী জানান, তিনি অঙ্কিতকে প্রতিবেশী এক কিশোরীর সঙ্গে যেতে দেখেছেন। এরপরই ওই নাবালিকার বাড়িতে চড়াও হয় স্থানীয়রা। খানিক জিজ্ঞাসাবাদের পরেই বেরিয়ে আসে আসল সত্যি। মারমুখী জনতার কাছে সবকিছু স্বীকারও করে ওই নাবালিকা। 

আরও পড়ুন- ‘নিজেদের সীমারেখা বুঝুন’, নজরুল মঞ্চ থেকেই ফের সংবাদমাধ্যকে হুঁশিয়ারি মমতার

আরও পড়ুন- যুদ্ধ আবহে তরনী মোহনের লোক সঙ্গীতেই শান্তির বার্তা, নতুন গান নিয়ে জোর চর্চা সঙ্গীত মহলে

আরও পড়ুন- নারী ক্ষমতায়নে অসামান্য অবদান এই ২৯ মহীয়সীর, নারী দিবসেই নারী শক্তি পুরষ্কার রাষ্ট্রপতির

এই খবর সামনে আসতেই স্থানীয়রা ওই নাবালিকাকে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্ত নাবালিকাকে আটক করে তদন্ত শুরু করে হাবড়া থেকে বাচ্চা উদ্ধার করে গাইঘাটা থানার পুলিশ। ওই নাবালিকা বড় কোনও পাচার চক্রের সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কেন সে এই কাজ করল সেই বিষয়েও জেরা করা হচ্ছে। পুলিশসূত্রে জানা গিয়েছে হাবড়া স্টেশন থেকে বাচ্চাটিকে উদ্ধার করেছে জিআরপি। সেখান থেকে ৪ বছরের বাচ্চাটিকে উদ্ধার করে গাইঘাটা থানায় নিয়ে আসা হয়। শিশুটি বর্তমানে শারীরিক ভাবে সুস্থ রয়েছে বলেই জানা যাচ্ছে। এদিকে ঘরে ছেলে ফের ঘরে ফেরায় খুশির হাওয়া ফিরেছে সাহা পরিবারেও। স্বস্তি ফিরেছে প্রতিবেশী মহলেও। 

আরও পড়ুন- বেসরকারি কলেজেও সরকারির খরচ, ডাক্তারি পড়ুয়াদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের

PREV
click me!

Recommended Stories

Naushad Siddiqui ISF: 'SIR এর শুনানিতে যাবেন না! অধিকার সভায় যান', এ কী বলছেন নওশাদ?
Humayun Kabir: বেলডাঙার ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন হুমায়ূন কবীর, দেখুন কী বলছেন