'রাজ্যের পরিস্থিতি জেনেও তৃণমূল নেত্রী চুপচাপ বসে খেলা দেখছেন', জঙ্গিপুর সফরে মমতাকে আক্রমণ নিশীথের

Published : Sep 19, 2021, 07:48 PM ISTUpdated : Sep 19, 2021, 07:49 PM IST
'রাজ্যের পরিস্থিতি জেনেও তৃণমূল নেত্রী চুপচাপ বসে খেলা দেখছেন', জঙ্গিপুর সফরে মমতাকে আক্রমণ নিশীথের

সংক্ষিপ্ত

রবিবার জঙ্গিপুরে পৌঁছে প্রথমে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন নিশীথ। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে কটাক্ষ করেন তিনি। 

ঝটিকা সফরে মুর্শিদাবাদের জঙ্গিপুরে এসেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। সেখানে এসেও রাজ্য সরকার ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন তিনি। মূলত আসন্ন জঙ্গিপুর বিধানসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। সেইমতো রবিবার জঙ্গিপুরে পৌঁছে প্রথমে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে কটাক্ষ করেন তিনি। 

নির্বাচন প্রসঙ্গে নিশীথ বলেন, "রাজ্যে একটা অগণতান্ত্রিক সরকার চলছে। সর্বত্র মানুষের গণতন্ত্রকে লুণ্ঠন করছে তৃণমূল। একটা সরকার যে কতখানি বর্বর হতে পারে তা এ রাজ্যের মানুষ নির্বাচন পরবর্তী সন্ত্রাসের মুখোমুখি হয়ে দেখতে পেয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মীদের নির্বিচারে হত্যা করেছে। আমরা চাই বাংলায় একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে ভোট হোক। শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক। আর সব কিছু জেনেও চুপচাপ বসে খেলা দেখছেন দলনেত্রী।"

আরও পড়ুন- কয়লাকাণ্ডে রুজিরাকে তলব দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের, ৩০ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ

এরপর কয়লাকাণ্ড নিয়ে তদন্ত প্রসঙ্গে নিশীথ বলেন, "প্রথমত এটা বিচারাধীন বিষয়। একটাই বিষয় বলার, তদন্তের স্বার্থে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতেই পারে। যদি কেউ কোনওরকম অপরাধের সঙ্গে যুক্ত না হন তাহলে তাঁর অকারণে ভয় পাওয়ার কোনও কারণ নেই। আইন আইনের পথে চলবে এবং যে বা যাঁরা এই কয়লাকাণ্ডের মত কোটি কোটি টাকার দুর্নীতিতে জড়িত রয়েছেন তাঁরা বিচার ব্যবস্থার মাধ্যমে অবশ্যই সাজা পাবেন।" 

আরও পড়ুন- টাকার বিনিময় দিতেন নাবালিকার বিয়ে, পুলিশের জালে ভুয়ো ম্যারেজ রেজিস্টার

পাশাপাশি জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের নির্বাতন নিয়েও তৃণমূলকে বিঁধেছেন তিনি। বলেন, "মানুষ যদি গণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগের সুযোগ পায় তাহলে নিশ্চিত বিজেপি অতীতের থেকে এই এলাকায় ভালো ফল করবে এবং আগামী দিনে তৃণমূলের আসল খুনি চেহারাও মানুষ বুঝতে পারবেন।"

PREV
click me!

Recommended Stories

অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া অগ্নিমিত্রার?
সুপ্রিম হস্তক্ষেপে দেশে ফিরেছেন অন্তসত্ত্বা সোনালী, মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বিস্ফোরক মন্তব্য