বিদেশে নার্সের চাকরির টোপ দিয়ে প্রতারণা, কাকদ্বীপ থেকে গ্রেফতার অভিযুক্ত

  • সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে বিদেশে চাকরির টোপ
  • বারাসতের অসহায় যুবতী এখন আটকে দুবাইতে
  • স্বামীর অভিযোগের ভিত্তিতে তদন্তে পুলিশ
  • অভিযুক্তকে গ্রেফতার করা হল কাকদ্বীপ থেকে 

সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে বিদেশে নার্সের চাকরি দেবার নামে বারাসাতের যুবতী দুবাইতে আটকে,এই খবর সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হবার পর গতকাল রাতে বারাসাত থানার পুলিশ কাকদ্বীপ থেকে গ্রেফতার করল মিঠুন বাগকে। তার বিরুদ্ধে ৪২০ ও ৪১৭ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।আজ বারাসাত থানার পুলিশ আদালতের কাছে ১৪দিনের পুলিশ হেফাজত এর আবেদন জানিয়েছে ।এর সাথে আর কোনও পাচার চক্রের যোগাযোগ আছে কিনা তদন্তে বারাসাত থানার পুলিশ।

অনাথ হল ছোট্ট মেঘনা, স্ত্রীকে খুন করে গ্রেফতার তার বাবা

Latest Videos

ফের চাকরির নামে প্রতারণার অভিযোগ। এবার সোশ্যাল মিডিয়ায় চাকরির টোপ গিলে দুবাইতে অসহায় পরিস্থিতির শিকার হলেন এক বাঙালি গৃহবধূ। খোদ ভিডিয়ো করে নিজের ভয়াবহ পরিস্থিতির কথা জানালেন তিনি। ইতিমধ্য়েই স্ত্রীকে বাঁচাতে থানায় অভিযোগ দায়ের করেছেন স্বামী।

সূত্রের খবর, বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাকদ্বীপের মিঠুন বাগের সঙ্গে  আলাপ হয় বারাসতের এক বেসরকারি আবাসনের দম্পতির। সায়ক ও তানিয়া চক্রবর্তী নামের ওই  দম্পতির কাছে কাতারে সেবিকার (নার্স)কাজ দেওয়ার টোপ দেয় মিঠুন বাগ। অভিযোগ কাজ পাইয়ে দেওয়ার নামে প্রায় তিন লক্ষ টাকা নেওয়া হয় দম্পতির কাছ থেকে।

জকি হল জেলের বন্দিরাই, যাত্রা শুরু 'রেডিয়ো দমদম' এর

পরবর্তীকালে সেই চাকরি পেয়ে কাতারে যান তানিয়া। প্রথমে কোনও এক সংস্থায় কাজে নিয়োগ করলেও পরে কাতার থেকে দুবাইতে তাকে স্থানান্তরিত করা হয়। কিন্তু তানিয়াকে দুবাইতে নার্সের কাজে নিয়োগ না করে পরিচারিকার কাজে নিয়োগ করা হয় বলে অভিযোগ। তাতে রাজি না হওয়ায় তানিয়ার উপর চলে মানসিক ও শারীরিক অত্যাচার। তার পাসপোর্ট,অন্যান্য পরিচয়পত্র সহ যাবতীয় নথি কেড়ে নেওয়া হয়। 

নিখোঁজ হার্ট স্পেশালিস্ট ফিরলেন 'স্বামীজি'র বেশে, যার কাহিনি জানলে অবাক হতে হয়

তানিয়ার পরিবারের অভিযোগ,এখন দেশে ফেরত আসতে চাইছেন তানিয়া। এ বিষয়ে প্রশাসনিক স্তরে  অভিযোগ জানিয়েও কোনও কাজ হচ্ছে না। ইতিমধ্য়েই তানিয়ার বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতর সহ জেলাশাসকের দফতরে অভিযোগ জানিয়েছেন তাঁর স্বামী। পরিবারের দাবি, প্রশাসন হস্থক্ষেপ করে অবিলম্বে তানিয়াকে দেশে ফিরিয়ে আনুক। ইতিমধ্য়েই তানিয়া ভিডিয়ো বার্তা ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। দুবাইতে অসহায় বাঙালি গৃহবধূ জানিয়েছেন, তিনি একা নন, এরকম আরও অনেক মহিলা এভাবেই দুবাইতে প্রতারণার শিকার হচ্ছেন। প্রতি মুহূর্তে অত্যাচারিত হতে হচ্ছে তাদের।  

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar