বেলুড়ে বাজি ফাটানোর প্রতিবাদে বেধড়ক মার পুলিশকে, গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি ২

  • হাইকোর্টের নির্দেশকে লঙ্ঘন করে বাজি ফাটানোর অভিযোগ বেলুড়ে  
  • খবর পেতেই ঘটনাস্থলে পৌছে যায় বালি থানার পুলিশ  
  • বাধা দিতে গেলেই চরমভাবে আক্রান্ত হয় বেশ কয়েকজন পুলিশকর্মী 
  •  এদের মধ্য়ে ২ জন গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি 
     

বিশ্বনাথ দাস, হাওড়াঃ- কলকাতা হাইকোর্টের নির্দেশকে লঙ্ঘন করে বাজি ফাটানোর অভিযোগ বেলুড়ে। খবর পৌছতেই ঘটনাস্থলে পৌছে যায় পুলিশ। বাধা দিতে গেলেই চরমভাবে আক্রান্ত হয় বেশ কয়েকজন পুলিশকর্মী। এদের মধ্য়ে ২ জন গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি। এই ঘটনায় গ্রেফতার ৫ জন। 

আরও পড়ুন, শিকেয় সতর্কতা, 'অফিস টাইমে' আগের দৃশ্যেই ফিরল লোকাল ট্রেন

Latest Videos

 

 

আরও পড়ুন, কলকাতার সেরা ৭ স্ট্রিট ফুড, যা না খেলে জীবন বৃথা, রইল হদিশ

পুলিশকর্মীর উপরে চড়াও হয় আবাসনবাসী


সূত্রের খবর, বুধবার রাতে বেলুড়ের শ্রমজীবি হাসপাতালের কাছে একটি আবাসনে দেদার বাজি ফাটাতে শুরু করে। খবর পেতেই ঘটনাস্থলে পৌছে যায় বালি থানার পুলিশ। হাইকোর্টের নির্দেশ মনে করিয়ে দেন তাঁরা। এরপরেই ৬ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে একজন নাবালকও রয়েছে। আর এরপরেই ঘটনার মোড় ঘোরে। আচমকাই আবাসনের কয়েকজন ওই পুলিশকর্মীর উপরে চড়াও হয়। পুলিশ কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। এদের মধ্য়ে ২ জন গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি। এই মুহূর্তে তাঁর বেলুড় হাসাপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন, চড়তে হবে না ট্রেন, হুশ করে হারিয়ে যেতে ঘুরে আসুন কলকাতার এই ঠিকানায়


 হেল্পলাইন চালু করেছে পুলিশ

উল্লেখ্য, লালবাজার জানিয়েছে, কেউ যদি কোনও প্রকার বাজি ফোটায় , তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার থেকে হেল্পলাইন চালু করেছে পুলিশ। লালবাজার জানিয়েছে, ১০০, ডায়াল কিংবা ৯৪৩৬২১০৪৪৪ এই নম্বরে ফোন করলেও পুলিস ঘটনাস্থলে গিয়ে আইনি ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই শহরের প্রত্য়েক থানাকে নির্দেশ দেওয়া হয়েছে, পুজোয় কড়া নজরদারি চালাতে। 
 

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today