সংক্ষিপ্ত

  • লোকাল ট্রেনের চালুর পরেই শিকেয় সতর্কতা 
  • অন্য রূপে শিয়ালদহ স্টেশন অপেক্ষা করছিল 
  •  অফিসটাইমে ৯৫ শতাংশ লোকাল ট্রেন চলবে
  •  ধাপে ধাপে ১০০ শতাংশ করার চেষ্টা করা হবে

দীর্ঘ সাড়ে সাত মাস পর লোকাল ট্রেন চালু হয়ে আগের ছন্দে শহর। তবে লোকাল ট্রেনের চালুর পরেই শিকেয় সতর্কতা। সামাজিক দূরত্ব ভূলে লোকাল ট্রেনে দিব্য়ি অফিস টাইমে গা-ঘেষাঘেষি করে আগের মতই।

 

আরও পড়ুন, চড়তে হবে না ট্রেন, হুশ করে হারিয়ে যেতে ঘুরে আসুন কলকাতার এই ঠিকানায়

আরও পড়ুন, কলকাতার সেরা ৭ স্ট্রিট ফুড, যা না খেলে জীবন বৃথা, রইল হদিশ

ভালবেসে, সামাজিক দূরত্ব ভূলে


এদিকে নতুন লঞ্চ, ঝকঝকে ওয়েটিং রুম নিয়ে এক অন্য রূপে শিয়ালদহ স্টেশন অপেক্ষা করছিল। কিন্তু বুধবার ট্রেনের চাকা গড়াতেই যে দৃশ্য উঠে এসেছে, তা ফের বাড়িয়ে তুলল রাজ্যের উদ্বেগ। উধাও সামাজিক দূরত্ব। সেই আগের মতোই খোশ মেশাজে যাত্রীরা লোকাল ট্রেনে ভ্রমণ করছে। আড্ডায়-হুল্লোড়ে মাস্ক যাচ্ছে সরে। 'কেমন আছেন মশাই, আমি তো নতুন টিভি কিনেছি' বলতে বলতে উষ্ণ প্রাণ বায়ুর আদান-প্রদান চলছে। একই ছবি হাওড়াতেও। এমন এক মুহূর্তে ট্রেনের সংখ্যা বাড়িয়ে করোনা সঙ্কট সামাল দেওয়া যাবে তো, প্রশ্ন উঠেছে।

 

 

 

  'ধাপে ধাপে ১০০ শতাংশ চলবে লোকাল ট্রেন' 

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভবনী ভবনে ফের বৈঠকে বসেছিল রাজ্য-রেলের আধিকারিকরা।  অফিস টাইমে দুই ডিভিশনে ট্রেন পরিষেবা ৯৫ শতাংশ করা হয়েছে। 'ধাপে ধাপে ১০০ শতাংশ করার চেষ্টা করা হবে'। তারপর বৈঠক শেষেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।