আধার কার্ডের লম্বা লাইন, রামপুরহাটে বিশৃঙ্খলা ঠেকাতে লাঠিচার্জ পুলিশের

 

  • পোস্ট অফিসের সামনে আধার কার্ডের লম্বা লাইন
  • চরম বিশৃঙ্খলা বীরভূমের রামপুরহাটে
  • ভিড় সামলাতে লাঠিচার্জ পুলিশের
  • কেউ হতাহত হননি

এনআরসি আতঙ্কে আধার কার্ড তৈরি ও সংশোধন করতে গিয়ে নাজেহাল সাধারণ মানুষ।  বিশৃঙ্খলা ঠেকাতে শেষপর্যন্ত লাঠিচার্জ করতে হল পুলিশ। সোমবার সকালে এমনই ঘটনা ঘটেছে বীরভূমের রামপুরহাটে।

ঘটনা ঠিক কী? দিন কয়েক আধার কার্ড সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয় রামপুরহাট প্রধান ডাকঘরের তরফে।  কিন্তু ডাকঘরে এলেই যে কাজ হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাঁরা লাইনে দাঁড়াবেন, তাঁদের হাতে একটি চিরকুট দেওয়া হবে। সেই চিরকুটে লেখা থাকবে, নতুন আধার কার্ড তৈরি বা সংশোধনের জন্য কবে ও কখন আসতে হবে।  জানা গিয়েছে, রবিবার ভোররাত থেকেই রামপুরহাট প্রধান ডাকঘরের সামনে ভিড় করেন বহু মানুষ। বেলা যত বাড়তে থাকে, ভিড়ও ততই বাড়তে থাকে। শেষপর্যন্ত ডাকঘর দরজা খোলে, তখন রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ডাকঘরের সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ভিড় সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।  তবে বড় কোনও অঘটন ঘটেনি।   রামপুরহাট প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সালিউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রতিদিন ২০ জনকে আধার কার্ড দেওয়া হবে। নাম নথিভুক্ত করানোর জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। লাইনে দাঁড়ানোর হয়রানি থেকে সাধারণ মানুষকে বাঁচাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Latest Videos

আরও পড়ুন: গাছ কাটা রুখতে অভিনব পন্থা, বটের সঙ্গে পাকুড় গাছের বিয়ে

উল্লেখ্য, দিন কয়েক আগেই আধার কার্ড সংশোধন করাকে কেন্দ্র কার্যত অবরুদ্ধ হয়ে যায় মালদহ শহর। লম্বা লাইন তো ছিলই, ভিড়ের চাপে রীতিমতো পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়ে, প্রধান ডাকঘরের সামনে। অসুস্থ হয়ে পড়ে মহিলা ও শিশু-সহ বেশ কয়েকজন। 

Share this article
click me!

Latest Videos

Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র