'চলছে দেহ লোপাটের চেষ্টা', রামপুরহাটের ঘটনায় অমিত শাহর কাছে অভিযোগ, কী বললেন শুভেন্দু

জ্বলছে রামপুরহাট (Rampurhat Violence)। তৃণমূল কংগ্রেসের (TMC) স্থানীয় উপপ্রধান খুন হওয়া নিয়ে পর পর বাড়িতে আগুন। আর এরপরই, ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে, বলে দাবি করে, অবিলম্বে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 
 

জ্বলছে রামপুরহাট (Rampurhat Violence)। তৃণমূল কংগ্রেসের (TMC) স্থানীয় উপপ্রধান খুন হওয়া নিয়ে পর পর বাড়িতে আগুন। আর এরপরই, ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে, বলে দাবি করে, অবিলম্বে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

পরপর বেশ কয়েকটি টুইট করে, বিজেপি (BJP) নেতা জানান, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পদ্ধতির (Law and order situation in West Bengal) দ্রুত অবনতি ঘটছে। গত সন্ধ্যায় বোমা হামলায় ভাদু শেখ (Vadhu Sheikh) নামে এক পঞ্চায়েত উপপ্রধান নিহত হওয়ার পর থেকে বীরভূমের রামপুরহাট (Rampurhat, ​​Birbhum) এলাকাকে গ্রাস করেছে উত্তেজনা ও সন্ত্রাস বলে জানা গিয়েছে। বিক্ষুব্ধ জনতা পরে বেশ কয়েকটি বাড়িতে ভাংচুর করে ও আগুন ধরিয়ে দেয়। রাতভর বর্বরতায় এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে, বেশিরভাগই মহিলা। আপাতত পুড়ে যাওয়া মৃতদেহগুলি উদ্ধার করা হচ্ছে। 

Latest Videos

প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে নিহতের সংখ্যা কম করার চেষ্টা করা শুরু হয়ে গিয়েছে বলেও, অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এরপরই তিনি অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। টুইটগুলি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah), কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখরকেও (West Bengal Governor Jagdeep Dhankhar) ট্যাগ করেছেন।

শুভেন্দু অধিকারীর টুইট - 

পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, সোমবার রাতে বোমা হামলায় রামরুপহাটের বরশাল পঞ্চায়েতের (Barshal Panchayat) উপপ্রধান ভাদু শেখ খুন হন। এরপরের এক ঘন্টায় ৭ থেকে ৮টি বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। পুলিশের দাবি মোট ৮ জনের মৃত্যু হয়েছে। একটি বাড়ি থেকে ৭ জনের দেহ উদ্ধার হয়েছে, আর আহত একজনের পরে হাসপাতালে মৃত্যু হয়েছে। তবে, বেসরকারি মতে মৃতের সংখ্যা ১৩। বাকি দেহগুলি লোপাট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা রয়েছে।
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন