পরিত্যক্ত বাড়িতে 'ডাইনোসরের ফসিল', দিনভর চাঞ্চল্য আমডাঙায়

  • উত্তর চব্বিশ পরগণার আমডাঙার ঘটনা
  • পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার একটি প্রাণীর কঙ্কাল
  • উদ্ধার হওয়া কঙ্কালকে ডাইনোসরের জীবাষ্ম বলে দাবি স্থানীয়দের
     

debamoy ghosh | Published : Nov 4, 2019 4:51 AM IST / Updated: Nov 04 2019, 02:45 PM IST

পরিত্যক্ত বাড়িতে কারও যাতায়াত ছিল না। বল হারিয়ে যাওয়ায় সেখানে ঢুকে পড়েছিল গ্রামের কয়েকটি শিশু। আর তারাই আবিষ্কার করে ফেলল ডাইনোসরের ফসিল বা জীবাষ্ম! এমনই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগণার আমডাঙা এলাকায়। গ্রামের অনেকে অবশ্য বলছেন, গোসাপের কঙ্কালকেই ডাইনোসেরর বলে ভুল করছেন গ্রামবাসীদের একাংশ।

রবিবার দিনভর ডাইনোসরের ফসিল দেখতে ভিড় জমেছিল আমডাঙার উত্তর বোদাই গ্রামের ওই পরিত্যক্ত বাড়িতে। খবর পেয়ে সেখানে যায় আমডাঙা থানার পুলিশও। জানা গিয়েছে, গ্রামের কয়েকটি ছেলে এলাকারই একটি মাঠে খেলা করছিল। খেলতে খেলতে বল চলে যায় ওই পরিত্যক্ত বাড়িটিতে। বল খুঁজতে গিয়ে তাঁরাই প্রথম ওই কঙ্কালটি দেখতে পায়। তাদের মধ্যে দু' একজন সেই ছবি তুলে গ্রামের অন্যদের দেখায়। ছড়িয়ে পড়ে, গ্রামের মধ্যে ডাইনোসরের ফসিল উদ্ধার হয়েছে। 

Latest Videos

এই খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় ওই পরিত্যক্ত বাড়িটিতে। গ্রামের এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরেই ওই বাড়িটি এ ভাবে পড়ে রয়েছে। আগে এক বাসিন্দা থাকলেও তাঁর মৃত্যুর পর থেকে কেউ ওই বাড়িতে থাকেন না। কিন্তু উদ্ধার হওয়া ওই কঙ্কাল ডাইনোসরের কি না, তা নিয়ে গ্রামবাসীদেরই কয়েকজন সংশয় প্রকাশ করেন। তাঁদের ধারণা, ওটি গোসাপের কঙ্কাল। 

এই দাবি উড়িয়ে দিয়ে অবশ্য সিংহভাগ জনতাই ওই কঙ্কালকে ডাইনোসরের জীবাষ্ম বলে মত দেয়। অতীতে কোনওভাবে আমডাঙার গ্রামে ডাইনোসরের বিচরণ সম্ভব কি না, তা নিয়েও শুরু হয়ে যায় আলোচনা। আমডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে গেলে বিশেষজ্ঞদের আনিয়ে কঙ্কাল পরীক্ষার দাবি ওঠে। 

আরও পড়ুন- রবীন্দ্রনাথ ঠাকুরের নামে আছে এক ডাইনোসর, অবহেলায় পড়ে রয়েছে কলকাতাতেই

গ্রামেরই বাসিন্দা তুতান ঘোষ নামে এক যুবক বলেন, 'আমাদের দেখে মনে হচ্ছে ওটা ডাইনোসরের কঙ্কাল। কিন্তু সেই দাবি ঠিক কি না তা পরীক্ষা করে দেখার জন্য বিশেষজ্ঞদের নিয়ে আসা হোক। ওই বাড়িতে তো কেউ থাকতেন না। হতেই পারে এতদিন জীবাষ্মটি ওখানে ছিল, কিন্তু কারও চোখে পড়েনি।'
 

Share this article
click me!

Latest Videos

'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
সিঙ্গুরের রাস্তায় জগদ্ধাত্রী শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ রচনা ব্যানার্জী! | Jagadhatri Puja 2024