দলের ডাকে সাড়া, শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে ৬ কিলোমিটার মিছিলে হাঁটলেন শওকত

Published : Sep 09, 2020, 11:01 PM ISTUpdated : Sep 09, 2020, 11:04 PM IST
দলের ডাকে সাড়া, শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে ৬ কিলোমিটার মিছিলে হাঁটলেন শওকত

সংক্ষিপ্ত

শারীরিক প্রতিবন্ধকতায় ভালো করে হাঁটতে পারেন না  তবুও প্রিয় দলের মিছিলে পা মিলিয়েছিলেন তিনি   প্রায় সাড়ে ছয় কিলোমিটার হাঁটেন শওকত আলি   খবর পেয়েই শওকতকে সংবর্ধিত করল তৃণমূল        


উত্তম দত্ত, হুগলি: শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে । ভালো করে হাঁটতে পারেন না । তবুও প্রিয় দলের মিছিলে পা মিলিয়ে ছিলেন । শুধু পা মেলানোই নয়,  প্রায় সাড়ে ছয় কিলোমিটার হাঁটেনও তিনি । নাম শেখ শওকত আলি । বাড়ি আরামবাগের আরাণ্ডি ২নম্বর গ্রাম পঞ্চায়েতের হিয়াতপুর এলাকায় । খবর পেয়েই এদিন শওকতকে বাড়ি থেকে ডেকে সংবর্ধিত করলেন আরামবাগ ব্লক তৃণমূলের সভাপতি কমল কুশারী ।  

পরীক্ষায় ফেল দিদির বিধায়ক, বিধানসভায় এসেও মিলল না প্রবেশের অনুমতি           

গতকাল মঙ্গলবার দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস । অন্যান্য জায়গার মতো আরামবাগেও মিছিল হয় । আরামবাগের মায়াপুর থেকে বলরামপুর পর্যন্ত এই মিছিলে হাজার হাজার দলীয় সমর্থকদের সাথে পা মেলান শওকত। সন্ধ্যাবেলায় এই ভিডিও ভাইরাল হতেই কমল কুশারীর চোখে পড়ে । তিনি দলীয় অনুগামীদের নির্দেশ দেন ছেলেটিকে খুঁজে বার করার জন্য ।

পিসির রাজত্বে ভাইপোর কীসের ভয়,কঙ্গনা প্রসঙ্গে মহুয়াকে পাল্টা বাবুলের

এদিন সকালে খোঁজ মিলতে তাঁকে বাড়ি থেকে ডেকে আনা হয় । কমল তাঁর নিজের বাড়িতে ডেকে শওকত এর হাতে নতুন জামা প্যান্ট , মিষ্টি ও উত্তরীয় দিয়ে সংবর্ধিত করেন । উপহার পেয়ে যারপরনাই খুশি শওকত। দলের ডাকে আগামী দিনেও সাড়া দিতে রাজি তিনি।
"

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ