'সরকারের মধু পান করতেই নতুনরা তৃণমূলে', ফের বিতর্কিত মন্তব্য বীরভূমের আশিস বন্দ্যোপাধ্যায়ের

Published : Jun 26, 2022, 11:43 PM IST
'সরকারের মধু পান করতেই নতুনরা তৃণমূলে', ফের বিতর্কিত মন্তব্য বীরভূমের আশিস বন্দ্যোপাধ্যায়ের

সংক্ষিপ্ত

ফের বিতর্কিত মন্তব্য ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায়ের। এবার নব্য তৃণমূল আসা নেতা কর্মীরা মধু খেতে এসেছেন বলে তিনি দাবি করেন।

ফের বিতর্কিত মন্তব্য ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায়ের। এবার নব্য তৃণমূল আসা নেতা কর্মীরা মধু খেতে এসেছেন বলে তিনি দাবি করেন। এই মন্তব্যকে ঘিরেই বিতর্কের সৃষ্টি হয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে অঞ্চলে অঞ্চলে চলছে কর্মী সম্মেলন। দিন কয়েক আগেই কাষ্ঠগড়া অঞ্চল সম্মেলনে রামপুরহাট বিধায়ক, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় কার্যত পঞ্চায়েত সদস্য এবং কাউন্সিলরদের দুর্নীতিগ্রস্ত বলে ফেলেছিলেন। এবার নতুনদের ভ্রমরের মধু খেতে আসার সঙ্গে তুলনা করে বিতর্কে করলেন। 

রবিবার বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের মাসরা অঞ্চলে ছিল কর্মী সভা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে আশিসবাবু বলেন, "একটা সময় ছিল যখন কেউ তৃণমূলের পতাকা ধরতে সাহস পেত না। ভয়ে কাঁপত। তৃণমূল ক্ষমতায় আসার পর তারাই এখন ফলে যোগদান করছেন মধু খেতে। তবে একটা জিনিস ভালো লাগছে তারা মমতা বন্দোপাধ্যায়ের পা ধরে ফলে যোগদান করছেন। সেই জন্য তাদের ধন্যবাদ"।

প্রসঙ্গত, ২১ মার্চ বগটুই কান্ডের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি করা হয় সৈয়দ সিরাজ জিম্মিকে। একসময় জেলা কংগ্রেস সভাপতি ছিলেন জিম্মি। লোকসভা নির্বাচনের আগে ২০১৯ সালের মার্চ মাসে তিনি তৃণমূল যোগদান করেন। কিন্তু আশিসবাবুর সঙ্গে তার সম্পর্ক মোটেই ভালো নয়। ফলে তাঁকে মঞ্চে বসিয়ে আশিসবাবু একেরপর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন বলেও বীরভূমের রাজনীতিতে গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও আশিসবাবুর আজকের মন্তব্য তাকে উদ্দেশ্য করে কিনা পরিষ্কার নয়। কারণ এনিয়ে আর কোন মন্তব্য করতে চাননি তিনি।

 জিম্মি অবশ্য জানিয়েছেন , "আশিসবাবুর মন্তব্যের ব্যাখ্যা আমি দিতে পারব না। তবে আমি মনে করি এখনও যাঁরা দলে আসছেন তাঁরা মুখ্যমন্ত্রীর উন্নয়নকে দেখে এবং দলকে ভালোবেসে আসছেন"। বোলপুরের বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, "আশিসবাবু কোন উদ্দেশ্যে এবং কাকে বলতে চেয়েছেন তার ব্যাখ্যা উনিই দেবেন। তবে জেলা থেকে রাজ্যে দলে করা যোগদান করবেন সেটা দলের উপরের নেতারা ঠিক করেন। তারা ভালো বুঝেই নিশ্চয় যোগদান করান"।

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি