Matua Post: অল ইন্ডিয়া মতুয়া-র ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা, জানালেন কাউকে সমর্থন নয়

সম্প্রতি, পাঁচ বিধায়ক গ্রুপ ছেড়েছেন। এরপরই অলইন্ডিয়া মতুয়া (All India Matua) মহাসংঘের পক্ষ থেকে ফেসবুকে দুটি পোস্ট করা হয়। প্রথম পোস্টে লেখা, ‘অল ইন্ডিয়া মতুলা মহাসংঘ আর নির্দিষ্ট কোনও রাজনৈতিক পার্টিকে সমর্থন করবে না।’ দ্বিতীয় পোস্ট লেখা রয়েছে, ‘মতুয়াদের বঞ্চিত করা হচ্ছে। তৈরি থাকুন আগামী দিনের জন্য। মাতুয়ারাও বঞ্চিত করার ক্ষমতা রাখে।’ এই দুই পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছে। 

ফের জল্পনা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ফেসবুক পোস্ট ঘিরে। কোনও নির্দিষ্ট দলকে সমর্থন করবে না তারা। সাধারণ সম্পাদকের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা শুরু হল। সম্প্রতি, পাঁচ বিধায়ক গ্রুপ ছেড়েছেন। এরপরই অলইন্ডিয়া মতুয়া (All India Matua) মহাসংঘের পক্ষ থেকে ফেসবুকে দুটি পোস্ট করা হয়। 

প্রথম পোস্টে লেখা, ‘অল ইন্ডিয়া মতুলা মহাসংঘ আর নির্দিষ্ট কোনও রাজনৈতিক পার্টিকে সমর্থন করবে না।’ দ্বিতীয় পোস্ট লেখা রয়েছে, ‘মতুয়াদের বঞ্চিত করা হচ্ছে। তৈরি থাকুন আগামী দিনের জন্য। মাতুয়ারাও বঞ্চিত করার ক্ষমতা রাখে।’ এই দুই পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছে। প্রথম পোস্টে সমস্ত রাজনৈতিক দলকে নিশানা করা হয়েছে। আর দ্বিতীয় পোস্টে কার্যত হুঁশিয়ারি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। 

Latest Videos

 

সব সময়ই মতুয়ারা (All India Matua) বিজেপিকে সমর্থন করে এসেছে। বিজেপি দলীয় কর্মীদের হাত ভরে আশীর্বাদ করেছে। কিন্তু, এরপরও বিজেপি তাদের কোনও দাবি মানেনি। এই কারণেই বিজেপি দলের ওপর কার্যত ক্ষুদ্ধ মতুয়ারা। আর এই ক্ষোভ থেকেই এমনই পোস্ট করেছেন বলে মনে করেছে অনেকে। 
 
বিজেপির সিএএ আর এনআরসি-র (NRC) বিরোধীতা করতে সারা দেশে আন্দোলন শুরু হয়েছে। এই নিয়ে সারা দেশ উত্তাল হয়। অধিকাংশই এর বিরোধীতা করেন। কিন্তু, মতুয়ারা প্রথম থেকে বিজেপিকে সমর্থন করেছেন। তারা চেয়েছেন সিএএ আর এনআরসি কার্যকর হোক। এত সমর্থন সত্ত্বেও মতুয়াদের (All India Matua) কথা ভাবনি বিজেপি। মতুয়া মুখ তুলে আনা হয়নি রাজ্য বিজেপি সংগঠনে। যা থেকে তৈরি হয়েছে ক্ষোভ। অনেকের ধারণা, কার্যত এই কারণেই ফেসবুকে এমন পোস্ট করেছে মতুয়ারা।   

আরও পড়ুন: Bijpur Robbery: ফের দুঃসাহসিক চুরির বীজপুরে, দরজা ভেঙে সর্বস্ব লুট

আর পড়ুন: ফের ক্ষোভ বিজেপি অন্দরে, হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বিদায় নিলেন চার বিধায়ক

এদিকে, তৃণমূলের কাছ থেকেও কোনও সুযোগ সুবিধা পাননি বিজেপিরা (BJP)। তৃণমূল তাদের কথা চিন্তা করেননি। দুই দল থেকে সমর্থন না পেয়ে কার্যত এমন সিদ্ধান্ত নিয়েছে মতুয়ারা। রাজনৈতিকবিদদের মতে, মানুষের সমর্থন পেতেই মতুয়ারা নতুন সিদ্ধান্ত নিয়েছেন। কোনও রাজনৈতিক দলের সঙ্গে না থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা। এক কারণ, মতুয়ারা নিজেদের ভোট ব্যাঙ্ক (Vote Bank) হাতছাড়া করতে রাজি নন। আর এই কারণেই  এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। এই প্রসঙ্গে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্র নাথ গাইন বলেন, পোস্টটি আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। আমরা মোট ১১ দফা দাবি নিয়ে বিজেপিকে সমর্থন করেছিলান। কিন্তু, এখনও পর্যন্ত তার একটাও পূরণ হয়নি। মতুয়ারা বঞ্চিত হচ্ছে। সাংগঠনিক ক্ষেত্রেও তাদের যোগ্য নেতৃত্বকে সম্মান দেওয়া হয়নি।  
 

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh