বিকেলে রাজভবনে স্পিকারকে ডেকে পাঠালেন রাজ্যপাল, সাক্ষাৎ নিয়ে জল্পনা তুঙ্গে

আজ বিকেল ৪টের সময় রাজভবনে যাবেন স্পিকার। সকালে টুইট করে একথা জানান রাজ্যপাল। 

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপালের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। আজ বিকেল ৪টের সময় রাজভবনে যাবেন স্পিকার। সকালে টুইট করে একথা জানান রাজ্যপাল। 

আরও পড়ুন- জ্বরে কাবু ভাইপো, এসএসকেএম হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

Latest Videos

সকালে টুইটারে রাজ্যপাল লেখেন, "পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিকেল চারটের সময় রাজ্যপাল শ্রী জগদীপ ধনখড়ের সঙ্গে রাজভবনে দেখা করবেন । রাজ্যপালের উদ্যোগেই এই সক্ষাৎ হতে চলেছে।"

 

 

এই টুইট প্রকাশ্যে আসার পর থেকেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন হঠাৎ করে স্পিকারের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন রাজ্যপাল। কী নিয়ে আলোচনা হবে তাঁদের মধ্যে। এসব নিয়েই জোর জল্পনা চর্চা চলছে রাজনৈতিক মহলে। 

আরও পড়ুন- 'লক্ষ্মী ভাণ্ডার' প্রকল্পে নাম নথিভুক্ত করতে চান, কীভাবে করবেন তা জানালেন মুখ্যমন্ত্রী

এই সাক্ষাৎ প্রসঙ্গে বিমানবাবু জানিয়েছেন, অবশ্যই তিনি রাজভবনে যাবেন। প্রসঙ্গত, গত মাসেই প্রকাশ্যে এসেছিল রাজ্যপাল ও স্পিকারের সংঘাত। স্পিকারের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যপাল। এনিয়ে বিমানবাবুকে একটি চিঠিও দিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল, রাজ্যপালের পদকে অসম্মান করেছেন স্পিকার। বিধানসভার শুরুতে তাঁর ভাষণ সম্প্রচার কেন বন্ধ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

আরও পড়ুন- ভোটের পর প্রথম দিল্লি সফর মুখ্যমন্ত্রী মমতার, ২৮ জুলাই বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে

অন্যদিকে রাজ্যপালের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলেছিলেন বিমানবাবু। তাঁর অভিযোগ ছিল, রাজ্যপাল একাধিক বিল আটকে রেখেছেন। এই সংঘাতের মধ্যেই তাঁদের মধ্যে সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের অনুমান, বিধানসভার একাধিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হতে পারে। তার মধ্যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণা করার বিষয়টিও রয়েছে। 

Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed