মুর্শিদাবাদে আচমকা গঙ্গার দীর্ঘ পাড় জুড়ে নামল ধ্বস, আতঙ্কে এলাকা ছাড়ল মানুষ

  • রঘুনাথগঞ্জের বিস্তীর্ণ এলাকাজুড়ে গঙ্গায় ধ্বস
  • আশপাশের এলাকায়  বড়ো ফাটলও দেখা যায় 
  • চলাচলের একটি মূল রাস্তাও ধ্বসে গিয়েছে 
  • চরম সমস্যায় পড়েছে কয়েক হাজার এলাকাবাসী 

মুর্শিদাবাদে গঙ্গার  পাড় জুড়ে  ধ্বস নামতেই আতঙ্কে এলাকা ছাড়ল মানুষ।রঘুনাথগঞ্জের বিস্তীর্ণ এলাকাজুড়ে গঙ্গায় ধ্বস নামতে শুরু করায় এলাকায় ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। গঙ্গার ধার বরাবর বেশ কয়েকশো মিটার এলাকা ধ্বসে যায়। আশপাশের এলাকায় বড়ো বড়ো ফাটলও দেখা যায়। এলাকায় চলাচলের একটি মূল রাস্তাও ধ্বসে গিয়েছে। ফলে চরম সমস্যায় পড়েছে কয়েক হাজার এলাকাবাসী। এলাকাটি জনবসতি পূর্ণ হওয়ায় ফলে আতঙ্কও ছড়ায়। 

আরও পড়ুন, নন্দীগ্রাম আন্দোলনের উত্তরাধিকার কার - মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারীর 

Latest Videos

 

 

রবিবার, অল্পের জন্য বসতবাড়িগুলো রক্ষা পেয়েছে। আতঙ্কে জিনিসপত্র গুটিয়ে ঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে তারা। রঘুনাথগঞ্জ  প্রশাসনের দাবি, আচমকা এই ভাঙ্গন শুরু হওয়ায়  এলাকা পরিদর্শন করে, জরুরি ভিত্তিতে পাথর ও বালির বস্তা ফেলে ধ্বস রোধ করার ব্যবস্থা করা হচ্ছে। বিষয়টি লিখিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।জানা গিয়েছে, রঘুনাথগঞ্জের  গঙ্গার তীরবর্তী বৈকুণ্ঠপুর এলাকায় এই হঠাৎই ভূমি ধ্বস দেখা দিয়েছে । প্রায় ২০০ মিটারের অধিক এলাকা জুড়ে ধ্বস নেমে বড়ো বড়ো ফাটলের সৃষ্টি হয়। ধ্বসের ফলে রঘুনাথগঞ্জ ও আজিমগঞ্জ বাদশাহি রোডের বেশ কয়েক মিটার এলাকা সম্পূর্ণ ধ্বসে যায়। ফলে, চরম সমস্যায় পড়েছে এলাকার কয়েক হাজার মানুষ। নতুনগঞ্জ, বৈকুন্ঠপুর সহ আশপাশের  এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে।

আরও পড়ুন, 'নিয়ামতকে প্রার্থী করে মাস্টারস্ট্রোক', হরিহরপাড়ায় অধীর-সেনাপতির হারের স্বপ্নে বিভোর তৃণমূল 


 স্থানীয়, রাজু সেখ  বলেন, 'কোনরকমে ঘর নদীর উপর ঝুলছে। এ অবস্থায় কী করে ঘরে থাকব। রাতে ভয়ে ঘরে ঘুমতে পারবোনা এই ভেবে নিজের বাড়ি ছেড়ে আত্মীয়র বাড়ি যাচ্ছি। আর কোন উপায় নেই আমাদের কাছে।' স্থানীয় বিধায়ক আখরুজামান বলেন,' হঠাৎই এই দুর্যোগ দেখা দেওয়ায় সকলেই খুব চিন্তিত, তবে পরিস্থিতি সামাল দেয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে।'

Share this article
click me!

Latest Videos

ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
চলন্ত বাসে দুঃসাহসিক ছিন্তাই! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় | South 24 Parganas News Today