মুর্শিদাবাদে আচমকা গঙ্গার দীর্ঘ পাড় জুড়ে নামল ধ্বস, আতঙ্কে এলাকা ছাড়ল মানুষ

Published : Mar 15, 2021, 06:02 PM ISTUpdated : Mar 15, 2021, 06:03 PM IST
মুর্শিদাবাদে আচমকা গঙ্গার  দীর্ঘ পাড় জুড়ে নামল  ধ্বস, আতঙ্কে এলাকা ছাড়ল মানুষ

সংক্ষিপ্ত

রঘুনাথগঞ্জের বিস্তীর্ণ এলাকাজুড়ে গঙ্গায় ধ্বস আশপাশের এলাকায়  বড়ো ফাটলও দেখা যায়  চলাচলের একটি মূল রাস্তাও ধ্বসে গিয়েছে  চরম সমস্যায় পড়েছে কয়েক হাজার এলাকাবাসী 

মুর্শিদাবাদে গঙ্গার  পাড় জুড়ে  ধ্বস নামতেই আতঙ্কে এলাকা ছাড়ল মানুষ।রঘুনাথগঞ্জের বিস্তীর্ণ এলাকাজুড়ে গঙ্গায় ধ্বস নামতে শুরু করায় এলাকায় ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। গঙ্গার ধার বরাবর বেশ কয়েকশো মিটার এলাকা ধ্বসে যায়। আশপাশের এলাকায় বড়ো বড়ো ফাটলও দেখা যায়। এলাকায় চলাচলের একটি মূল রাস্তাও ধ্বসে গিয়েছে। ফলে চরম সমস্যায় পড়েছে কয়েক হাজার এলাকাবাসী। এলাকাটি জনবসতি পূর্ণ হওয়ায় ফলে আতঙ্কও ছড়ায়। 

আরও পড়ুন, নন্দীগ্রাম আন্দোলনের উত্তরাধিকার কার - মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারীর 

 

 

রবিবার, অল্পের জন্য বসতবাড়িগুলো রক্ষা পেয়েছে। আতঙ্কে জিনিসপত্র গুটিয়ে ঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে তারা। রঘুনাথগঞ্জ  প্রশাসনের দাবি, আচমকা এই ভাঙ্গন শুরু হওয়ায়  এলাকা পরিদর্শন করে, জরুরি ভিত্তিতে পাথর ও বালির বস্তা ফেলে ধ্বস রোধ করার ব্যবস্থা করা হচ্ছে। বিষয়টি লিখিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।জানা গিয়েছে, রঘুনাথগঞ্জের  গঙ্গার তীরবর্তী বৈকুণ্ঠপুর এলাকায় এই হঠাৎই ভূমি ধ্বস দেখা দিয়েছে । প্রায় ২০০ মিটারের অধিক এলাকা জুড়ে ধ্বস নেমে বড়ো বড়ো ফাটলের সৃষ্টি হয়। ধ্বসের ফলে রঘুনাথগঞ্জ ও আজিমগঞ্জ বাদশাহি রোডের বেশ কয়েক মিটার এলাকা সম্পূর্ণ ধ্বসে যায়। ফলে, চরম সমস্যায় পড়েছে এলাকার কয়েক হাজার মানুষ। নতুনগঞ্জ, বৈকুন্ঠপুর সহ আশপাশের  এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে।

আরও পড়ুন, 'নিয়ামতকে প্রার্থী করে মাস্টারস্ট্রোক', হরিহরপাড়ায় অধীর-সেনাপতির হারের স্বপ্নে বিভোর তৃণমূল 


 স্থানীয়, রাজু সেখ  বলেন, 'কোনরকমে ঘর নদীর উপর ঝুলছে। এ অবস্থায় কী করে ঘরে থাকব। রাতে ভয়ে ঘরে ঘুমতে পারবোনা এই ভেবে নিজের বাড়ি ছেড়ে আত্মীয়র বাড়ি যাচ্ছি। আর কোন উপায় নেই আমাদের কাছে।' স্থানীয় বিধায়ক আখরুজামান বলেন,' হঠাৎই এই দুর্যোগ দেখা দেওয়ায় সকলেই খুব চিন্তিত, তবে পরিস্থিতি সামাল দেয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে।'

PREV
click me!

Recommended Stories

Sukanta Majumdar: ‘ক্রীড়ামন্ত্রী ‘ক্রীড়া’ বানান লিখতে গিয়ে ভুল করেন!’ অরূপকে ধুয়ে দিলেন সুকান্ত
SIR West Bengal : শুনানিতে না গেলে কী হবে? চাঞ্চল্যকর মন্তব্য করল কমিশন!