"এমন কাজ করবেন না যাতে কাশ্মীরে ডিউটি করতে হয়", এসপি-কে হুমকি শুভেন্দুর

জেলাজুড়ে বিজেপি কর্মীদের উপর আক্রমণ, ভুয়ো টিকা কারবারিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়ার অভিযোগে আজ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নেন শুভেন্দু অধিকারী। 

Asianet News Bangla | Published : Jul 19, 2021 1:49 PM IST / Updated: Jul 19 2021, 07:21 PM IST

ভোট পরবর্তী হিংসা নিয়ে উত্তাল গোটা রাজ্য। কলকাতা হাইকোর্টে জাতীয় মানবাধিকার কমিশনের দেওয়া রিপোর্টে নাম রয়েছে একাধিক পুলিশ কর্মীর। এক্ষেত্রে পুলিশ কর্মীদের "দিদিমণি ও অভিষেক কেউ বাঁচাতে পারবে না" বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন- ফোন হ্যাক করা হয়েছিল প্রশান্ত কিশোর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

উল্লেখ্যে, জেলাজুড়ে বিজেপি কর্মীদের উপর একাধিকবার আক্রমণ, ভুয়ো টিকা কারবারিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়ার অভিযোগে আজ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নেন শুভেন্দু অধিকারী। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক। বিক্ষোভ ও ডেপুটেশন ঘিরে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অফিস চত্বরে ছিল পুলিশের কড়া নিরাপত্তা। 

আরও পড়ুন- শিশুপাচারে জড়িত খোদ স্কুলের অধ্যক্ষ, গ্রেফতার একাধিক শিক্ষকও

এরপর সেই বিক্ষোভের মঞ্চ থেকেই পুলিশের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দেন শুভেন্দু। বলেন, "তৃণমূলের হয়ে কাজ করছেন জেলার পুলিশ অফিসাররা।" এরপর পূর্ব মেদিনীপুরের এসপি অমরনাথকে কাশ্মীরে বদলি করার হুমকিও দেন তিনি। বলেন, "এখানে একটা বাচ্চাছেলে এসপি এসেছে। মিস্টার অমরনাথ কে। কী করছেন, প্রত্যেকদিন কাকে কাকে ডাকছেন, সব আমি জানি। আমি অনেক পুরনো খেলোয়াড়। আপনাদের শুধু বলে গেলাম, আপনি সেন্ট্রাল ক্যাডারের অফিসার। এমন কাজ করবেন না যাতে কাশ্মীরের অনন্তনাগে ডিউটি করতে হয়।"

আরও পড়ুন- তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে উড়ে এল ইট, টোল আদায়কে কেন্দ্র করে রণক্ষেত্র মুর্শিদাবাদ

এরপর জেলার পুলিশ অফিসারদের নাম ধরে আক্রমণ শানান শুভেন্দু। বলেন, "প্রত্যেকটা ফোন, কল রেকর্ড আমাদের কাছে আছে। আপনাদের হাতে যদি রাজ্যের সরকার থাকে তবে আমাদের কাছেও কেন্দ্রের সরকার আছে। নরেন্দ্র মোদী কাশ্মীরকে সিধে করেছেন।"

Share this article
click me!