মৌলিককান্তি মন্ডল, নদিয়া: আবারও গভীর রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। ঘটনাটি ঘটেছে চাপড়ার রানাবন্ধে। পর পর দুটি বাড়িতে এই একই ঘটনা ঘটে বলে অভিযোগ। রানাবন্ধের বাসিন্দা আজিজ মন্ডল জানান, বুধবার গভীর রাতে বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী তাদের বাড়িতে হামলা চালায়। সেখান থেকে তারা কয়েক লক্ষ টাকার সোনার গহনা ও নগদ অর্থ লুট করে। এরপর ঐ দুষ্কৃতী দল প্রতিবেশী আনছার আলি মন্ডলের বাড়িতেও হামলা চালিয়ে লুটপাট করে।
আরও পড়ুন: আরও পড়ুন: হাওড়ায় স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি, কয়েক ঘণ্টার মধ্যে বর্ধমানে নাকা চেকিং উদ্ধার সোনা
আজিজ মন্ডল দাবি করছেন, দুষ্কৃতীরা সকলেই মুখ ঢেকে ছিলেন। এছাড়াও তারা সশস্ত্র অবস্থায় ছিল। যার ফলে তারা আরও ভয় পেয়ে যান। আজিজ মন্ডল জানিয়েছেন, দুষ্কৃতী দল বাড়িতে ঢুকেই তাঁর বাবা ও মা -কে মারধোর করতে শুরু করে। পরে তারা ঘরের দরজা ভেঙে গহনা ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। একই রাতে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। পরে থানায় খবর দেওয়া হলে বৃহস্পতিবার সকালে চাপড়া থানার পুলিশ তাঁদের বাড়িতে যান। সেখানে গিয়ে তারা জিঞ্জাবাদ করেন। ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখছে চাপড়া থানার পুলিশ।
আরও পড়ুন: আরও পড়ুন: একাকী বৃদ্ধাকে বেঁধে, মারধর করে অবাধে লুঠপাট, রেল কোয়ার্টারে আতঙ্ক