কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পেটে, সুন্দরবনে নিখোঁজ মৎস্যজীবী

Published : Apr 29, 2020, 06:57 PM ISTUpdated : Apr 29, 2020, 06:59 PM IST
কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পেটে, সুন্দরবনে নিখোঁজ মৎস্যজীবী

সংক্ষিপ্ত

কাঁকড়া ধরতে গিয়ে ঘটল বিপর্যয় সুন্দরবনে নিখোঁজ মৎস্যজীবী বাঘ টেনে নিয়ে গিয়েছে তাঁকে তেমনই দাবি সঙ্গীদের

বাঘের সঙ্গে লড়াই করবে কে! সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক মৎস্যজীবী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ঝিলার জঙ্গলে। এলাকায় শোকের ছায়া।

আরও পড়ুন: লকডাউনে হারিয়েছিল কাজ, এবার কৈ মাছ গলায় ঢুকে প্রাণ হারালেন ক্য়ানিং এর আচার ব্যবসায়ী

দক্ষিণ ২৪ পরগণারই গোসাবার লাহিড়ীপুর পঞ্চায়েতের চরঘেরি গ্রামে বাড়ি সুজিত মণ্ডলের। সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি। সঙ্গী, গ্রামের আরও দু'জন। তাঁরা জানিয়েছেন, স্থানীয় ঝিলার ৫ নম্বর জঙ্গলে নদীর চরে নৌকা বেঁধে যখন কাকড়া ধরছিলেন, তখন সুজিতের ঘাড়ে ঝাঁপিয়ে বাঘ! চোখের নিমেষে তাঁকে টেনে জঙ্গলে নিয়ে চলে যায় দক্ষিণরায়। বাঘের সঙ্গে লড়াই করে আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করার সাহস পাননি সঙ্গীরা। বরং আরও যে দু'জন কাঁকড়া ধরছিলেন, তড়িঘড়ি তাঁরা ফিরে আসেন গ্রামে। ঘটনার কথা জানান স্থানীয় বাসিন্দাদের। 

আরও পড়ুন: করোনা মোকাবিলায় আগাম সতর্কতা, আরামবাগ শহরের প্রবেশপথে বসল লকগেট

এদিকে জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে যে এমন ঘটনা ঘটবে, তা ভাবতেই পারেননি সুজিত মণ্ডলের পরিবারের লোকরা। খবর পাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন তাঁরা। নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন লাহিড়িপুর পঞ্চায়েতের প্রধান। ঘটনায় তদন্তে নেমেছে বনদপ্তর। তবে এখনও পর্যন্ত ওই মৎস্যজীবীর সন্ধান পাওয়া যায়নি।

PREV
click me!

Recommended Stories

মিশন বাংলা! নয়া সভাপতি নীতিন নবীনের কাছে কি প্রত্যাশা শমীক, সুকান্ত, দিলীপদের | Nitin Nabin BJP
লক্ষ্য বাংলা জয়, কাল প্রথম বৈঠকেই বড় বার্তা দিতে পারেন বিজেপি সভাপতি নিতিন নবীন