জাতীয় পতাকার উপরে দলের পতাকা - বিতর্কে তৃণমূল, এফআইআর-এর হুমকি দিল বিজেপি

Published : Aug 16, 2021, 12:35 AM IST
জাতীয় পতাকার উপরে দলের পতাকা - বিতর্কে তৃণমূল, এফআইআর-এর হুমকি দিল বিজেপি

সংক্ষিপ্ত

৭৫তম স্বাধীনতা দিবসের দিন পুরুলিয়ায় জাতীয় পতাকা তুলতে গিয়ে বিতর্কে জড়ালো তৃণমূল কংগ্রেস। রঘুনাথপুরের বিজেপি সাংসদ বিবেকানন্দ বাউরী আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।  

৭৫তম স্বাধীনতা দিবসের দিনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে তুমুল বিতর্কে জড়ালো তৃণমূল কংগ্রেস। পুরুলিয়ার রঘুনাথপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এদিন ভারতের স্বাধীনতা দিবস উদযাপন হয়। সেখানে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক হাজারী বাউরি উপস্থিতিতেই পতাকা উত্তোলন করা হয়। কিন্তু, সেই কাজ করতে গিয়ে জাতীয় পতাকারই অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে এফআইআর করার হুমকিও দিয়েছে তারা। 

কিন্তু কেন? এমন কী ঘটল রঘুনাথপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠানে? সোশ্যাল মিডিয়ায় ওই অনুষ্ঠানের একটি ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের বাইরেই জাতীয় পতাকা উত্তোলন করছেন তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। তৃণমূলের কার্যালয়ে ছাদের ওপরে উড়ছে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক ঘাসফুল চিহ্ন আঁকা পতাকা। সমস্যআ হল ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে ভারতের জাতীয় পতাকা যে উচ্চতায় উড়ছে, পিছনে তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উপরে থাকা তৃণমূলের দলীয় পতাকা তার উপরে উড়ছে। বিষয়টি সম্পূর্ণ সংবিধান বিরোধী এবং রাষ্ট্রবিরোধী বলে অভিযোগ করেছে বিজেপি। 

যে ছবি নিয়ে বিতর্ক

"

রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরী বলেছেন, যেভাবে পতাকা উত্তোলন করা হয়েছে তা সংবিধান অবমাননার সামিল। আইনে পরিষ্কার করে বলা রয়েছে জাতীয় পতাকার উর্ধ্বে কোন পতাকায় থাকবে না। এর বিরুদ্ধে আইনি পথে ব্যবস্থা নেওয়া হবে এবং এফআইআর করা হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, 'তৃণমূল মনে করে দলের পতাকা জাতীয় পতাকারও উর্ধ্বে । কারণ তাদের সংস্কৃতি, কালচারটাই এরকম। আমি ব্যক্তিগতভাবে মনে করি জাতীয় পতাকার অবমাননা করা রাষ্ট্রদ্রোহিতার সামিল। তাই এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।' বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেছেন, 'তৃণমূল কংগ্রেস মনে করে পশ্চিমবঙ্গ ভারতের বাইরে। পশ্চিমবঙ্গ সংবিধানেরও বাইরে। পশ্চিমবঙ্গ এখন সব কিছুর ঊর্ধে। এদের কাছে দেশ-রাষ্ট্র কিছুই নেই। না আছে দেশপ্রীতি। যেটুকু করছে তা নাটক। আর তাই তাদের নাটক ধরা পড়ে যাচ্ছে।' 

আরও পড়ুন - 75th Independence Day - জঙ্গির বাবা তুললেন জাতীয় পতাকা, বড় পরিবর্তন জম্মু-কাশ্মীরে

আরও পড়ুন - সত্যিই কি ভারতের আগে স্বাধীন হয়েছিল পাকিস্তান, কেন তারা একদিন আগে এই দিনটি উদযাপন করে

আরও পড়ুন - Independence Day - চিনকে সবক শিখিয়েছিলেন, সেই ২০ জন ITBP জওয়ানরা পাচ্ছেন সাহসিকতার পুরষ্কার

যদিও তৃণমূল কংগ্রেস, বিজেপির ই অভিযোগকে একেবারেই পাত্তা দিতে নারাজ। রঘুনাথপুরের বিবেকানন্দ বাউরীর বিপক্ষেই প্রার্থী হয়েছিলেন  হাজারী বাউরি। বিজেপি বিধায়কের ফআইআর-ের হুমকিকে একপ্রকার উড়়িয়ে দিয়ে হাইকোর্টে তোলার পাল্টা শাসানি দিয়েছেন। তার দাবি, বিষয়টি তার ভাল করে জানা নেই। তবে, এরকম একটা বিষয় তিনি শুনেছেন। তাঁর যুক্তি, জাতীয় পতাকা উত্তোলনের স্থল থেকে পার্টি অফিস ১০ ফুট দূরে রয়েছে। তাই আইন মোতাবেক কোনও ভুল কাজ তারা করেননি। ভাইরাল ছবিটি কোনও সফটওয়্যারের কারিকুরিতেও তৈরি করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, 'বোকার মতো যদি কেউ কিছু বলে তাহলে কিছু করার নেই।'  

পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নবেন্দু মাহালির গলায় অবশ্য রক্ষণাত্মক সুর শোনা গিয়েছে। তিনি বলেছেন, 'বিষয়টি নিয়ে খোঁজখবর করে দেখছি। যদি ই ধরণের কিছু হয়ে থাকে, তাহলে তা ঠিক হয়নি। আজকের দিনে দলীয় পতাকাটা কোন বিষয় নয়। আজকে  জাতীয় পতাকা উত্তোলনটাই  মূল। সেখানে দলীয় পতাকা থাকতেই পারে। যেহেতু দলের উদ্যোগে হচ্ছে। কিন্তু যদি দলের পতাকা সত্যিই জাতীয় পতাকার উপরে থেকে থাকে, তাহলে এটা ঠিক নয়। বিষয়টি এখনও আমার জানা নেই। এ ধরনের  ছবিও এখনো পাইনি। পুরো বিষয়টি জানতে পারলে দলীয় স্তরে আলোচনা করে দেখব।'
 

 

PREV
click me!

Recommended Stories

শেষ হল এনুমারেশন ফর্মের কাজ, ভোটার তালিকা থেকে বাদ পড়লেন কতজন? রইল নয়া আপডেট
কলকাতায় ফের পারদপতন, জারি কুয়াশার সতর্কতা, দেখে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া