Anubrata Mondal Wins lottery : কেষ্ট পেল কোটি টাকার লটারি, রাজ্য জোড়া জল্পনার মাঝে মুখে কুলুপ অনুব্রতর

ঘনিষ্ঠ মহলে বিষয়টিই অস্বীকার করছেন অনুব্রত। এমনকী অনব্রতর সহকারীরাও এখনও কিছুই জানেন না। তাহলে কীভাবে তার নাম এল লটারি সাইটে, এই প্রশ্নের সদুত্তর এখনও মেলেনি।

এবার লটারিতেও ভাগ্য খুলে গেল তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal Wins lottery)। একটি বেসরকারি লটারি সংস্থার টিকিটে তিনি এক কোটি টাকা পেয়েছেন বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। যদিও এনিয়ে মুখ খুলতে চাননি অনুব্রত। শুধু বীরভূম জেলা নয় রাজ্যের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা হিসাবে খ্যাতি রয়েছে অনুব্রত মণ্ডলের (TMC Leader Anubrata Mandal)। তাঁর দেহরক্ষী থেকে শুরু করে রাজনৈতিক নেতা নেত্রীদের নিয়ে প্রতিদিন দুবেলা ভোজ সভা হয় দলের বোলপুর অফিসে। লাখপতি না কোটিপতি অনুব্রত মণ্ডল (Anubrat Mandal has become a millionaire) এনিয়ে মাথাব্যথা নেই কারও। তবে বীরভূমের অলিতে-গলিতে কানপাতলেই শোনা যায় তিনি নাকি কোন কালেই কোটিপতি হয়ে গিয়েছেন। এক সময় বিজেপিতে যোগদান করে মুকুল তাঁর কয়েক কোটি টাকার সম্পত্তির হিসাব দিয়েছিলেন। যা নিয়েও বিস্তর শোরগোল পড়ে যায়। এদিকে বিরোধীদের দাবি বীরভূমে অনুব্রত একাই তার ক্ষমতা বলে গোটা তৃণমূল দলটা চালান।

তাই মুকুল রায়ের অভিযোগ এবং নিন্দুকদের কথা ধরে নিলে অনুব্রত মণ্ডল অনেক আগেই কোটিপতি হয়েছেন (Anubrat Mandal has become a millionaire)। ফলে এক কোটি টাকা নতুন করে তাকে উৎফুল্ল করে না। সোমবার বিকেল থেকে সমাজমাধ্যমে এই বিষয়টি ছড়িয়ে পড়তেই শোরগোল পরে যায়। এদিন বিকেলে বেসরকারি কোম্পানির ওয়েবসাইটে অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া বিজ্ঞাপন দেখা যায়। যদিও এনিয়ে নির্বিকার অনুব্রত মণ্ডল। এদিন মহম্মদ বাজার থানার দেওচাতে জঙ্গলমহল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে এনিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “এখন কিছু বলব না। যা বলার পরে বলব”। Lottrysambadresult. In নামে এই ওয়েব সাইটে দেখা যাচ্ছে, ১ কোটি টাকার লটারি জিতেছেন অনুব্রত। যদিও এশিয়ানেট বাংলার তরফে ওই ওয়েবসাইটে বেরোন ছবি ও নামের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

Latest Videos

আরও পড়ুন-  বাড়বে ঠাণ্ডা, আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে নামবে শীতের পারা

এদিকে বিশেষ সূত্রে খবর, ঘনিষ্ঠ মহলে বিষয়টিই অস্বীকার করছেন অনুব্রত। এমনকী অনব্রতর সহকারীরাও এখনও কিছুই জানেন না। তাহলে কীভাবে তার নাম এল লটারি সাইটে, এই প্রশ্নের সদুত্তর এখনও মেলেনি। এদিকে এই বেসরকারি সংস্থার লটারিতে গত কয়েক মাসে বাংলার বুকে কোটিপতি হয়েছেন অনেকেই। এমনকী বীরভূমেও কয়েকদিন আগে এক শ্রমিক এই সংস্থার লটারি জেতেন। যা নিয়ে চাঞ্চল্য পড়ে যায় গোটা জেলায়। এমতাবস্থায় এবার অনুব্রতর কোটি টাকার লটারি জেতার খবরে যে শোরগোল পড়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM