২১ জুলাই শহিদ দিবস সফল করতে হবে, দলীয় নেতা-কর্মীদের ৯টি নির্দেশ নেতৃত্বের

Published : Jul 03, 2022, 05:18 PM IST
২১ জুলাই শহিদ দিবস সফল করতে হবে, দলীয় নেতা-কর্মীদের ৯টি নির্দেশ নেতৃত্বের

সংক্ষিপ্ত

২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তার প্রস্তুতি। কারণ করোনাভাইরাসের সংক্রমণের জন্য গত দুই বছর তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস তেমনভাবে পালন করা হয়নি। 

২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তার প্রস্তুতি। কারণ করোনাভাইরাসের সংক্রমণের জন্য গত দুই বছর তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস তেমনভাবে পালন করা হয়নি। কিন্তু এবার যাতে শহিদ দিবস সফল হয় তারজন্য প্রথম থেকেই তৎপর দলীয় নেতৃত্ব। জেলা থেকে শুরু করে বুথ স্তরের নেতৃত্বকে ইতিমধ্যেই নটি নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রতিটি নির্দেশ মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। 

তৃণমূল কংগ্রেসের ৯টি নির্দেশিকা হলঃ
১. মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারও ছবি ব্যবহার করা যাবে না প্রচারের জন্য।
২. শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে রাজ্য কমিটির রাজ্য কমিটি সিডি আর ফ্লেক্স পাঠাবে- সেটা থেকেই ফ্লেক্স ও দেওয়াল নিখন করতে হবে। 
৩. প্রচারে স্থানীয় নেতাদের ছবি দেওয়া যাবে না। তবে এলাকার সংগঠনের নাম লিখতে হবে। 
৪. রাজ্যের প্রতিটি ব্লকে ২১ জুলাই বর্ধিত প্রচারসভা হবে। 
৫. প্রতিটি ওয়ার্ড ও অঞ্চলে কর্মিসভা করতে হবে। 
৬. প্রতিটি অঞ্চল অথবা ওয়ার্ডে নিয়মিত পথসভা করতে হবে। 
৭. প্রতিটি বুথে দুটি করে দেওয়াল লিখন করতে হবে। 
৮. ২১ জুলাই উপলক্ষ্যে কী কী কর্মসূচি পালন করা হচ্ছে না নিয়ে প্রতিদিন জেলা সভাপতির হোয়াটসঅ্যাপে রিপোর্ট পাঠাতে হবে। 
৯. প্রতিটি শাখা সংগঠন ও বিধায়কদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করতে হবে। 

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই এখন থেকেই ২১ জুলাই কর্মসূচি নিয়ে ব্যস্ত রয়েছে। ইতিমধ্যেই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে বৈঠক করেছেন বলে সূত্রের খবর। তৃণমূল সূত্রের খবর ২১ জুলাইয়ের মঞ্চেই প্রত্যাবর্তন হতে পারে শোভন চট্টোপাধ্যায়ের। কারণ আগেই তাঁর বান্ধবী নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এসেছেন। তারপর থেকেই শোভেনের তৃণমূলে ফেলার জল্পনা শুরু হয়ে গেছে।

২১ জুলাই ধর্মতলায় বিশাল সমাবেশ হয় তৃণমূল কংগ্রেসের। এই দিন মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বড় করে পালন করে শহিদ দিবসের অনুষ্ঠান। 

রাজযোগ চলছে দ্রৌপদী মুর্মুর, জেনে নিন বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থীর কুণ্ডলী

তৃণমূলের দলীয় কার্যালয়ে নব নির্বাচিত মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি, তুঙ্গে বিতর্ক

এবার কি বাংলায় অপারেশন লোটাস? হায়দরাবাদে বিজপির বৈঠকে তেমনই বার্তা অমিত শাহের

PREV
click me!

Recommended Stories

Sukanta Majumdar: সংসদে ‘বঙ্কিমদা’ বলায় মোদীকে কটাক্ষ তৃণমূলের! পাল্টা আক্রমণ সুকান্তর
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে