'আমার বারাসত কলঙ্ক মুক্ত' সদর্পে বললেন বারাসতের বিধায়ক চিরঞ্জিৎ

শনিবার বামনগাছিতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যান বারাসতের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ। এই অনুষ্ঠানে এসে নাম না করেই বিধায়ক বলেন, "আমার বারাসত কলঙ্ক মুক্ত। ইডি যাকে খুঁজতে এসেছে তাঁর কিছু সম্পত্তি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ইডি আসলে শিকরের খোঁজে এসেছিল।" 

Web Desk - ANB | Published : Oct 16, 2022 1:40 PM IST

'সবাই রাজা হতে চায়', দলের কয়েকজন 'নীতি' না মানার জন্যই গোটা দল অসুবিধায় পড়ছে বলে দাবি বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ ওরফে দীপক চক্রবর্তীর। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিজয়া সম্মেলনীতে এসে মুখ খুললেন তিনি। শনিবার তাপসের মণ্ডলের বাড়িতে ইডি অভিযান প্রসঙ্গেও তাঁর স্পষ্ট বক্তব্য "ইডি শিকড়ের খোঁজে বারাসতে এসেছিল।" দলের অন্দরে যে দুর্নীতির বিষয় সোজাসুজি কিছু না বললেও ঠারেঠোরে ঠিকই বুঝিয়ে দিয়েছেন চিরঞ্জিৎ। 

শনিবার বামনগাছিতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যান বারাসতের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ। এই অনুষ্ঠানে এসে নাম না করেই বিধায়ক বলেন, "আমার বারাসত কলঙ্ক মুক্ত। ইডি যাকে খুঁজতে এসেছে তাঁর কিছু সম্পত্তি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ইডি আসলে শিকরের খোঁজে এসেছিল।" 

পাশাপাশি তিনি আরও বলেন, "সবাই রাজা হতে চায়, কেউ নীতি মানছে না। যারা নীতি মানছে না তাঁদের জন্য সমস্যায় পড়ছে গোটা দল। এদিন বিধায়ক উল্লেখ করেন যে তৃণমূলের একটা বড় অংশই এই সবে নেই। নিজের উদাহরণ টেনে চিরঞ্জিৎ বলেন, "আমি কালই ইডি, সিবিআইকে ফোন করতে পারি। ফোন করে তাঁদের আমার বাড়িতে এসে মিষ্টি খেয়ে যেতে বলতে পারি। তবে আমি নিশ্চিশ তা সত্ত্বেও তাঁরা আসবেন না।" দলের কর্মীদের প্রতি বার্তা দিয়ে তিনি বলে, "একটু ভালো থাকলেই কোনও অসুবিধা হবে না।" 

আরও পড়ুন -

দুর্গাকে একটি লজ্জাবতীর পাতা অর্পন করে আর্থিক সমস্যা থেকে মুক্তি পান, জানুন কীভাবে সেটি দেবেন

'জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া জরুরি', দশেরায় বললেন RSS প্রধান

সূর্যের দক্ষিণ গোলার্ধে ভয়ঙ্কর বিস্ফোরণ, বিপন্ন হতে পারে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা

Share this article
click me!