সেনাপতি সেই শুভেন্দুই, পদ্মে নয়- ঘাসফুলে ভরসা রাখল রেলশহর

  • আর পদ্মে নয়, ঘাসফুলেই ভরসা রাখল রেলশহর খড়্গপুর
  •  এই প্রথম খড়্গপুর সদর বিধানসভাতে স্থান পেল তৃণমূল
  • চাচা-র হাত থেকে বিজেপির ছিনিয়ে নেওয়া আসনকে ফের ছিনিয়ে নিল তৃণমূল 
  • দলের হারের জন্য প্রার্থী বাছাই একটা কারণ বললেন দিলীপ ঘোষ

আর পদ্মে নয়, ঘাসফুলেই ভরসা করল রেলশহর খড়্গপুর ৷ দিলীপ ঘোষের গতবারের ব্যাবধানকে ছাপিয়ে এই প্রথম খড়্গপুর সদর বিধানসভাতে স্থান পেল তৃণমূল ৷ চাচা-র হাত থেকে বিজেপির ছিনিয়ে নেওয়া আসনকে ফের ছিনিয়ে নিল তৃণমূল ৷ 

উপনির্বাচনে সবুজ ঝড়, করিমপুরেও হারল বিজেপি

Latest Videos

বৃহস্পতিবার বেলা বাড়তেই শহর জুড়ে সবুজ আবিরের খেলা প্রতি প্রান্তে ৷ নির্বাচন কমিশন জানিয়ে দিল ২০ হাজার ৭৮৮ ভোটে জয়লাভ করেছেন তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার ৷ বিজেপি ও কংগ্রেস প্রার্থীর ব্যাখ্যা - প্রশাসনের পক্ষপাতিত্ব ও টাকার খেলায় হেরেছি ৷ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় কয়েক দশক ধরে দখলে রাখা খড়্গপুর সদর বিধানসভাকে জ্ঞানসিং সোহন পাল তথা চাচা-র হাত থেকে দখল করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ মোট প্রদত্ত ভোটের ৩৯ শতাংশ ভোট পেয়ে  ৬৩০৯ ভোটের ব্যাবধানে জয়লাভ করেছিলেন তিনি ৷ সেদিন তৃণমূলের প্রার্থী পেয়েছিলেন ৩৪০৮৬ ভোট ৷ 

এরপর ২০১৯-এর  লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভাতে বিজেপি জয়লাভ করলে সেখানেও খড়্গপুর সদর বিধানসভার হিসেবে ৩৫৬০০ ভোটে এগিয়ে ছিলেন তৃণমূলের প্রার্থীর থেকে ৷  কিন্তু তারপর থেকেই রাজনৈতিক চাল শুরু করেছিল তৃণমূল ৷ শুভেন্দু অধিকারী উত্তরদিনাজপুর ও পশ্চিম মেদিনীপুরের দায়িত্ব নিয়ে রণকৌশল সাজান ৷ খড়্গপুরের জন্যই ৫২ জন পর্যবেক্ষক নিয়ে কাজ শুরু করেন ৷ 

দিলীপের মুখ দেখে খড়গপুরের ভবিষ্যৎ বলেছিলেন এই 'জ্য়োতিষী'

অন্যদিকে,উপনির্বাচনের একমাস আগে থেকেই টিম পিকে কাজ শুরু করে ভিতরে ভিতরে ৷ দলের লুকিয়ে থাকা অভ্যন্তরীন কোন্দল মেরামত করে মানুষের সঙ্গে নেতাদের গ্যাপ মিটিয়েছেন টিম পিকে-র কর্মীরা ৷ ফলস্বরূপ কুড়ি হাজারের বেশি ভোটে জয়লাভ ৷ জয়ের পরে তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার বলেন, এই জয় মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়ন, শুভেন্দু অধিকারীর পরিকল্পনা ও কর্মীদের পরিশ্রমের জয় ৷  এই জয় নিয়ে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী বলেন,মানুষের সম্মিলীত জয়৷ ৫ মাস ধরে কর্মীদের অক্লান্ত পরিশ্রম রয়েছে এর পেছনে ৷ 

অকর্মণ্য দিলীপ ঘোষেদের ঔদ্ধত্যকে মানুষ জবাব দিয়েছে ৷ দায়িত্ব বাড়ল, মানুষের আশা আকাঙ্খা পূরণ করতে হবে  ৷ আমি আমি নয়, আমরা আমরা করলে সব যুদ্ধ জয় করা যায় ৷ বিজেপির পরাজিত প্রার্থী প্রেমচাঁদ ঝা বলেন, প্রশাসনের মদতে তৃণমূলের প্রার্থী দশ কোটির বেশি টাকা খরচ করেছে ৷ সেই টাকার লড়াইয়ে হেরেছি আমরা ৷ রিগিং ও হয়েছে ৷ বাম-কংগ্রেস জোটের প্রার্থী চিত্ত মন্ডল বলেন- রিগিং নয়, মানুষের ভোটেই আমরা হেরেছি ৷ তবে টাকার খেলা হয়েছে ব্যাপক ভাবে ৷

Share this article
click me!

Latest Videos

ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!