বাসের ধাক্কায় তছনছ বরযাত্রীর গাড়ি, ফলতায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত তিন শিশু সহ ৫

বিয়ে বাড়ি যাওয়ার পথে  অটো ও বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন শিশু সহ ৫ জনের। গুরুতর জখম হয়েছেন আরও ৬ জন। 

Asianet News Bangla | Published : Aug 14, 2021 4:28 AM IST / Updated: Aug 14 2021, 11:24 AM IST


ডায়মন্ড হারবার রোডে মর্মান্তিক পথ দূর্ঘটনা। লরি ও বরযাত্রী বোঝাই অটোর মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল অটো। বিয়ে বাড়ি যাওয়ার পথে  অটো ও বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন শিশু সহ ৫ জনের। গুরুতর জখম হয়েছেন আরও ৬ জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার ফতেপুর পেট্রোল পাম্পের কাছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফলতা থানার পুলিশ। 

আরও পড়ুন, ভ্যাকসিন নিতে গিয়ে পথ দুর্ঘটনায় বলি একই পরিবারের ৩, রক্তে ভাসল মুর্শিদাবাদের রাস্তা

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর , শুক্রবার রাতে ফলতার বঙ্গনগরে একটি বিয়ে বাড়িতে যোগ দিতে দোস্তিপুর এলাকা থেকে মনসারহাট গ্রাম থেকে একটি ডিজেলচালিত অটোতে করে রওনা দেন বরযাত্রীরা ।পরে ফতেপুরের কাছে কলকাতার দিক থেকে আসা একটি বাস অটোতে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোর চালক সুখেন্দু কয়াল , আকাশ মন্ডল, রোহন মন্ডল, প্রিয়ব্রত শিকদার , কৃষ্ণ মন্ডল সহ ৫ জনের। গুরুতর জখম হন বাকি যাত্রীরাও। 

"

আরও পড়ুনঅস্বস্তি চরমে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, আজ ভারী বৃষ্টির কমলা সর্তকতা, প্রবল বর্ষণ দুই বঙ্গে

স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারের কাজে এগিয়ে আসেন। আহতদের উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠিয়েছে পুলিশ। বাকি ৬ জন আহতদের মধ্যে ৩ জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ও ডায়মন্ড হারবারে  চিকিৎসা চলছে ৩ যাত্রীর। ঘটনার জেরে  বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) সন্দীপ সেন।  রাতেই হাসপাতালে আহতদেরকে দেখতে ডায়মন্ড হারবার সুপার স্পেশ্যালিটি হাসপাতাল পৌঁছোন তৃণমূল যুব নেতা জাহাঙ্গীর খান। আহতদের চিকিৎসার পাশাপাশি ঘটনায় মৃতদের পরিবারের পাশে থাকার কথা জানান তিনি। 

আরও পড়ুন, 'দরজা ভাঙার দৃশ্য অবাঞ্ছিত-উনি কি ক্রিমিনাল', সজল ঘোষের গ্রেফতারিতে সরব দিলীপ-শুভেন্দু-কুণাল

ফতেপুরে বরযাত্রী গাড়ি দূর্ঘটনার ঘটনায় আহতদের দেখতে রাতেই  ডায়মন্ড হারবার সুপার স্পেশ্যালিটি  হাসপাতাল আসেন ফলতার তৃণমূল যুব নেতা জাহাঙ্গীর খান। অন্যদিকে দূর্ঘটনায় মৃতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা করে সাহায্যের কথা জানান তিনি। ঘটনায় ঘাতক বাস ও গাড়ির চালককে আটক করেছে পুলিশ। এমন মর্মান্তিক দূর্ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে মনসারহাট গ্রামে।

   আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

Share this article
click me!