বল ভেবে লাথি মারতেই বিস্ফোরণ, বালুরঘাটে আহত দুই বালক

  • দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ঘটনা
  • খেলতে গিয়ে বিপদে দুই বালক
  • খেলার মাঠেই পড়েছিল বোমা

debamoy ghosh | Published : Jan 12, 2020 10:41 AM IST

খেলার মাঠে পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে গিয়ে জখম হলো দুই বালক। বালুরঘাট থানার হলিদানা গ্রামের ঘটনা। জখম শিশু দু'টি  বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি। কোথা থেকে ওই বোমা মাঠে এলো, তা তদন্ত করে দেখছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই গ্রামের কয়েকটি ছেলে সকালে গ্রামের মাঠে খেলছিল। সেখানে পড়ে থাকা বলের মতো দেখতে গোলাকার বস্তু দেখে তাদের মধ্যে একজন লাথি মারে। সঙ্গে সঙ্গে প্রবল শব্দে ফেটে যায় বোমাটি। 

আরও পড়ুন- পরকীয়া সম্পর্কে চিড়, রায়গঞ্জে প্রেমিককে ডেকে নিয়ে গিয়ে খুন প্রেমিকার

আরও পড়ুন- কুপ্রস্তাবের প্রতিবাদে কেন থানায় গৃহবধূ, তৃণমূল পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার অনুব্রতর

বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের এলাকার লোকজন ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থা দু'টি বালক পড়ে রয়েছে। জখম অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। জখম দুই বালকের নাম রায়ান মণ্ডল ও মোক্তার আলি মণ্ডল। খেলার মাঠে কীভাবে বোমা এলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, পুলিশি নজরদারির অভাবেই এলাকায় দুষ্কৃতী দাপট বাড়ছে। 

ওই মাঠে আর কোনও বোমা আছে কি না সে বিষয়ে নিশ্চিত হতে এলাকায় বম্ব স্কোয়াড- এর সদস্যদের নিয়ে তল্লাশি চালায় পুলিশ। যদিও তল্লাশিতেও কিছু পাওয়া যায়নি। 
 

Share this article
click me!